সাম্বা: সীমান্তে পাহারা দেওয়ার সময় অনেক কিছুই চোখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ানদের। অনেকে অনুপ্রবেশ করার চেষ্টা করলেও বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়। তবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে চিতাবাঘের (leopard) ভারতে (India) আসার কথা মনে হয় ভাবাটা একটু শক্তই। যদিও সেই ঘটনার ভিডিয়ো (video) উঠে গেল সীমান্তে থাকা বিএসএফের নজরদারি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) সাম্বার (Samba) রামগড় সাব সেক্টরে (Ramgarh Sub Sector)।

শনিবার রাতে বিএসএফের একটি ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআইয়ের (ANI) টুইটার পেজে পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পাকিস্তানের (Pakistan) দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত (International Border) পেরিয়ে ভারতের জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সাব সেক্টরে প্রবেশ করেছে একটি চিতা। এরপরই ওই সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার (alert) নির্দেশ দিয়েছে পুলিশ।