চিতাবাঘের আক্রমণ (Photo Credit: X)

নয়াদিল্লিঃ চিতাবাঘের আক্রমণে (Leopard Attack) আহত ৫৬ বছরের ব্যাক্তি। ওই ব্যাক্তিকে আক্রমণ করে মারা যায় চিতাবাঘটি। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) তেহড়ির (Tehri) জাখি গ্রামে। ৫৬ বছরের লক্ষ্মণ সিং নেগিকে আক্রমণ করে চিতাবাঘটি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি (Camera)  করা হয়েছে। লক্ষ্মণের গলায় ঘাড়ে ধাবা বসায় বাঘটি। প্রাণে বাঁচতে পাল্টা আক্রমণ করেন আহত ব্যাক্তি। ভিডিয়োতে (Video) দেখা গিয়েছে মরে পরে রয়েচগে চিতাবাঘটি। সারা শরীরে ক্ষত নিয়ে কোনওরকমে প্রাণে বাঁচেন লক্ষ্মণ। স্থানীয় সূত্রে খবর, জাখি থেকে খুমখুতে যাচ্ছিলেন লক্ষ্মণ নামে ওই ব্যাক্তি। সেই সময় ৫০ মিটার গভীর জঙ্গলে লুকিয়েছিল চিতাবাঘটি। আচমকাই তাঁকে আক্রমণ করে চিতাবাঘটি। মাটিতে পরে যান লক্ষ্মণ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চোট গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনার পর খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের কর্মীরা। চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

দেখুন ভিডিয়ো