দিল্লি, ২৬ সেপ্টেম্বর: গ্রেফতার করা হল সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk Arrested)। শুক্রবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ সোনম ওয়াংচুক সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা যায়। তবে সাংবাদিক সম্মেলনের আগেই গ্রেফতার করা হয় সোনমকে। সম্প্রতি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেহ, লাদাখ। লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে এবং আলাদা লোকসভা আসন গড়তে হবে। সঙ্গে লাদাখের মানুষকে জুড়তে হবে ষষ্ঠ তফসিলের আওতায়। এমনই দাবিদাওয়া নিয়ে সম্প্রতি চরম বিক্ষোভ শুরু হয় লেহ, লাদাখে। বেশ কিছু উত্তেজিত জনতা রাস্তায় নেমে পুলিশের গাড়িতে ইঁট, পাটকেল ছুঁড়তে শুরু করে। সেই সঙ্গে পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া ঘটনা ঘটে। বিজেপির স্থানীয় দলীয় কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়।
লাদাখের ওই বিক্ষোভের পর মুখ খোলেন সোনম ওয়াংচুক। লাদাখে যা হয়েছে, তা জেন জ়ি-এর হাত ধরে। এমন মন্তব্য করেন তিনি। যা নিয়ে উত্তেজনা আরও প্রখর হয়। শুক্রবার দুপুরে সোনম ওয়াংচুকের সাংবাদিক সম্মেলন করার কথা থাকলেও, তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়।
রিপোর্টে প্রকাশ, পুলিশ সেফটি অ্যাক্টে সোনম ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর তিনি বলেন, এটি লাদাখের মানুষের অধিকারের লড়াই। জেলে থাকলে তিনি আরও শক্তিশালী হবেন বলেও মন্তব্য করেন সোনম ওয়াংচুক।
গ্রেফতার সোনম ওয়াংচুক...
#BREAKING | Sonam Wangchuk arrested. He was supposed to address press conference at 2.30 pmhttps://t.co/dFx8O9QRBj pic.twitter.com/XvBVKTWkqq
— Hindustan Times (@htTweets) September 26, 2025