মোরাদাবাদ: বাঁদরের (Monkey) বাঁদরামিতে অতিষ্ট হয়ে পড়েছেন উত্তরপ্রদেশের (UttarPradesh) মোরাদাবাদের (Moradabad) বাসিন্দারা। রাস্তাঘাটে বাঁদরের অত্যাচারের জেরে পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে অবস্থা সামাল দিতে অভিনব পন্থা নিল স্থানীয় প্রশাসন। বাসস্ট্যান্ড (Busstand) বা বিভিন্ন মোড়ের মাথায় দাঁত-মুখ খিচিয়ে থাকা হনুমানের (Langur) বড় বড় পোস্টার (posters) ও ফ্লেক্স (flex) লাগানোর পাশাপাশি ফায়ার সাউন্ড সেন্সর মেশিন (Fire sound sensor machines) লাগাল মোরাদাবাদ অঞ্চলে।
আর এই পন্থা অবলম্বন করে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হনুমানের ফটো লাগানো ফ্লেক্স ও পোস্টার আর সাউন্ড সেন্সর মেশিন লাগানোর পর বাঁদরের আতঙ্ক অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।
মোরাদাবাদের সরকারি পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডগুলিতে হনুমানের বড় বড় ফটো লাগানো হয়েছে। সেখানকার বড় গাছগুলি, ইলেকট্রিক পোল, বিভিন্ন অফিস ও বাড়ির দেওয়াল এবং বাসস্ট্যান্ডের ছাদেও ঝুলছে তাদের ছবি। এছাড়াও একটি সেন্সর মেশিন লাগানো হয়েছে বাসস্ট্যান্ডে বাঁদরদের তাড়ানোর জন্য। যখনই বাঁদরগুলি মেশিনের কাছে আসছে তখন মেশিন থেকে গুলি চালানোর আওয়াজের পাশাপাশি আগুনের মতো আলো জ্বলছে। যার ভয়ে পালিয়ে যাচ্ছে বাঁদরগুলো।
উত্তরপ্রদেশের পরিবহন সংস্থার আধিকারিকরা জানান, প্রতিদিন বাসস্ট্যান্ডগুলিতে ১০ থেকে ২০ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। এই পরিস্থিতিতে বাঁদরগুলি যাত্রীদের হেনস্থা করার পাশাপাশি বাসগুলিরও ক্ষতি করছিল। তাই এই পথ নেওয়া হয়েছে। এতে ফলও ফলছে।
Langur posters, sensor machines installed to combat monkey menace in UP's Moradabad
Read @ANI Story | https://t.co/MFvhZC4CZK#Langur #MonkeyMenace #Moradabad #SensorMachine #LangurPosters pic.twitter.com/QXoOjo5ssg
— ANI Digital (@ani_digital) February 8, 2023