দিল্লি, ২৫ এপ্রিল: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গিদের (Terrorist Attack) বাড়ি। পহেলগামে (Pahalgam Terrorist Attack) যে জঙ্গিরা হামলা চালায়, তাদের মধ্যে একজনের বাড়ি এটি। এই বাড়িতে থেকেই পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালিয়ে যে ২৬ জন পর্যটককে নির্বিচারে হত্যা করা হয়, তার পরিকল্পনা এই বাড়িতে বসেই করা হতে পারে বলে প্রাথমিক অনুমান। যার খোঁজ পেতেই পুলওয়ামার ওই বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয় সেনা বাহিনী। তবে এই বাড়ি থেকে কনও জঙ্গিকে পাড়কাও করতে পেরেছে কি না সেনা বাহিনী, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতেই পুলওয়ামায় জঙ্গিদের বাড়িতে অভিযান চালায় ভারতীয় সেনা (Indian Army)। এরপরই সংশ্লিষ্ট বাড়িটিকে ভেঙে তছনছ করে দেওয়া হয়।
প্রসঙ্গত বৈসরণ ভ্যালিতে হামলার জেরে গোটা দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। ২৬ জন পর্যটককে নির্বিচারে খুন করে জঙ্গিরা। কাউকে হত্যার আগে কলমা পড়তে বলা হয়। আবার কারও নাম, পরিচয় জেনে চালানো হয় গুলি। সবকিছু মিলিয়ে ঊরি, পুলওয়ামার পর এবার পহেলগামেও ভয়াবহ হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট লস্কর-ই-তইবার জঙ্গিরা।
দেখুন সেই বাড়ি যেখানে লুকিয়ে ছিল পহেলগাম হামলায় জড়িত জঙ্গি...
#WATCH | Tral, J&K | Visuals of a destroyed house that is allegedly linked to a terrorist involved in the Pahalgam terror attack pic.twitter.com/luIH9rQIKR
— ANI (@ANI) April 25, 2025
দেখুন জঙ্গিদের আস্তানার আরও ভিডিয়ো...
Watch: Authorities demolished the houses of two terrorists in Tral (Pulwama) and Bijbehara (Anantnag), suspected to be involved in the recent Pahalgam terror attack in Jammu and Kashmir pic.twitter.com/GIhDKIzQrZ
— IANS (@ians_india) April 25, 2025
পহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে প্রায় সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত (Indus Treaty) থেকে শুরু করে ইসলামাদের কূটানৈতিক আধিকারিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে যত পাকিস্তানি নাগরিক ভারতে রয়েছেন, অবিলম্বে তাঁরা যাতে নিজেদের দেশে ফিরে যান, সেই নির্দেশও জারি কর হয়।
পাশাপাশি ভারত (India) থেকে আর কেউ পাকিস্তানে (Pakistan) যাবেন না বলে পরামর্শ দেয় দিল্লি। যদি কেউ পাকিস্তানে থাকেন, সেই ভারতীয় নাগরিকরা অবিলম্বে দেশে ফিরুন বলেও জানানো হয় দিল্লির তরফে।