Jamshedpur FC vs Hyderabad FC, Kalinga Super Cup Video Highlights: বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে ২০২৫ কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) রাউন্ড অফ ১৬-র ম্যাচে হায়দরাবাদ এফসিকে (Hyderabad FC) ২-০ গোলে হারিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন হাভিয়ের সিভেরিও (Javier Siverio)। এরপর ৬৪ মিনিটে স্টিফেন ইজের (Stephen Eze) গোল করে ব্যবাধান দ্বিগুণ করেন। এখন কোয়ার্টারফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যান অব স্টিল। আইএসএলে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে শেষ করার পর মোহনবাগান এসজির (Mohun Bagan SG) কাছে সেমিফাইনালে হেরে অল্পের জন্য ফাইনাল থেকে বাদ পড়ার পরে জামশেদপুর। বিপরীতে, হায়দরাবাদ এফসির আইএসএল অভিযান খুব খারাপ ছিল সেখানে তারা পয়েন্ট টেবিলে ১২তম স্থানে শেষ করে। এই খেলায় তারা প্রথম থেকেই পিছিয়ে ছিল এবং একটিও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। Kalinga Super Cup 2025 Video Highlights: বেঙ্গালুরুকে হারিয়ে কোয়ার্টারফাইনালে ইন্টার কাশী, চেন্নাইয়িন এফসিকে হারাল মুম্বই সিটি; দেখুন ভিডিও হাইলাইটস

হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি, কলিঙ্গ সুপার কাপের ভিডিও হাইলাইটস

NorthEast United FC vs Mohammedan SC, Kalinga Super Cup Video Highlights: স্ট্রাইকার আলাদিন আজারাই (Alaeddine Ajaraie) ট্রিপল গোল করে বৃহস্পতিবার কলিঙ্গ সুপার কাপে মহামেডান স্পোর্টিংকে (Mohammedan SC) ৬-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টারফাইনালে জায়গা করে নিয়েছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন জিতিন এমএস (Jithin MS)। এরপর আজরাই ১৮ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর নেস্টর আলবিয়াচ রজার (Nestor Albiach Roger) ৪২ মিনিটে গোল করে প্রথম হাফেই ৩-০ গোলে এগিয়ে যায় নর্থইস্ট। খেলার সেকেন্ড হাফে ৫৭ মিনিটে তার দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন আলাদিন। এরপর গিয়ের্মো ফার্নান্দেজ হিয়েরো (Guillermo Fernandez Hierro) ৬৬ মিনিটে গোল করে ব্যবধান ৫-০ করেন। খেলা শেষে অতিরিক্ত সময়ে (৯০+২') ফের গোল করেন আলাদিন।

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মহামেডান এসসি, কলিঙ্গ সুপার কাপের ভিডিও হাইলাইটস