শ্রীনগর, ২৫ এপ্রিল: শুক্রবার শ্রীনগরে (Srinagar) যাচ্ছেন সেনা প্রধান। সেনা প্রধানের কাশ্মীর সফরের আগে গুলি চালানো শুরু করল পাকিস্তান। সীমান্ত লক্ষ্য করে শুক্রবার সকাল থেকে গুলি চালানো শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা (Pakistan)। লাইন অফ কন্ট্রোলের (LOC) ওপার থেকে শুক্রবার সকালে ছোট ছোট গুলির শব্দ ভেসে আসতে শুরু করে। সেই সঙ্গে ছোট ছোট মর্টার ছোঁড়া হয় বলে খবর। শুক্রবার সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর শ্রীনগর এবং উধমপুরে যাওয়ার কথা। সেনা প্রধানের (Indian Army) কাশ্মীর সফরের আগে যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলা যায়,তার জন্যই পাকিস্তান গুলি ছুঁড়তে শুরু করে। কাশ্মীরের (Jammu And Kashmir) পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে,তার জন্যই সেনা প্রধানের সফরের আগে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সঙ্কটজনক করে তুলতে চাইছে পাকিস্তান।
প্রসঙ্গত পহেলগামে (Pahalgam Terrorist Attack) হামলার পর থেকে কাশ্মীর জুড়ে উত্তেজনা ছড়াতে শুরু করে। পহেলগামে ২৬ জনকে নির্বিচারে হত্যার পর এবার বন্দিপোরায়ও গোলাগুলি শুরু করে জঙ্গিরা। তবে পহেলগাম হামলায় যে জঙ্গিরা জড়িত, তাদের ২ জনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলওয়ামায় লস্কর জঙ্গিদের বাড়ির খোঁজ পায় সেনা বাহিনী। এরপরই শুরু হয় অভিযান। যার জেরে লস্কর জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় সেনা বাহিনীর তরফে।
অন্যদিকে শুক্রবার সকালে উত্তর কাশ্মীরের বন্দিপোরায় জঙ্গি নিকেশে সকাল থেকে নামে সেনা। ইতিমধ্যেই লস্করের প্রথম সারির জঙ্গি আলতাফ লালিকে থকম করা হয়েছে বলে খবর। তবে ওই এলাকায় আর কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে, সে বিষয়ে খোঁজ শুরু করেছে সেনা।