নয়াদিল্লিঃ চাপ বাড়ল প্রাক্তন রেলমন্ত্রী (Ex Rail Minister) লালু প্রসাদ যাদব এবং তাঁর পুত্র তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। 'জমির বদলে চাকরি' (Land For Jobs Scam) মামলায় লালু ও তেজস্বীর বিরুদ্ধে চার্জশিট (Charge Sheet) পেশ করল ইডি (ED)। মঙ্গলবার, বিচারক বিশাল গোগনের এজলাসে জমা পড়েছে এই চার্জশিট। লালু-তেজস্বী ছাড়াও এই চার্জশিটে আরও আটজনের নাম রয়েছে বলে খবর। আগামী ১৩ ই আগস্ট চার্জশিটের নথি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রেলমন্ত্রী থাকাকালীন চাকরির টোপ দেখিয়ে বিহারের একাধিক জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। রেলের নিয়ম না মেনে নিয়োগের অভিযোগও ওঠে প্রাক্তন রেলমন্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ করা হয়, ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত কমমূল্যে বা বিনামূল্যে এরকম শয়ে শয়ে জমি দখল করে যাদব পরিবার। গত নভেম্বরে এই মামলায় যাদব পরিবার ঘনিষ্ঠ অমিত কাত্যালকে গ্রেফতার করে ইডি। শুধু তাই নয়, তদন্তের স্বার্থে বেশ কয়েকবার তলব করা হয় লালুপুত্র তেজস্বীকে। ৮ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।
STORY | Land-for-jobs scam: ED files supplementary charge sheet against Lalu Prasad, son Tejashwi Yadav
READ: https://t.co/bxVqed2VTT pic.twitter.com/EtEkba4IiT
— Press Trust of India (@PTI_News) August 6, 2024