Tej Pratap Yadav (Photo Credit: Twitter)

পাটনা, ১৫ মার্চ: হাসপাতালে ভর্তি বিহারের প্রাক্তন মন্ত্রী তথা লালু পুত্র তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav)। বুকে যন্ত্রণা অনুভূত হওয়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয় বিহারের প্রাক্তন মন্ত্রীকে। পাটনার রাজেন্দ্র নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়তেজ প্রতাপকে। প্রসঙ্গত বৃহস্পতিবার বক্সারে ছিলেন তেজ প্রতাপ। সেখানে একটি লাইব্রেরি উদ্বোধনে গিয়েছিলেন লালু-পুত্র। সেখান থেকে ফেরার পরই আচমকা অসুস্থবোধ করায় প্রাক্তন মন্ত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে।

প্রসঙ্গত মহাগাঁটবন্ধন সরকারের মন্ত্রী ছিলেন তেজ প্রতাপ যাদব। মহাগাঁটবন্ধন সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তেজ প্রতাপ যাদব।