Tej Pratap Yadav, Tejashwi Yadav (Photo Credit: ANI/Instagram)

পাটনা, ৩১ জুলাই: বিহারের প্রাক্তন (Bihar) মন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব এবার একাই লড়বেন। সামনে বিহারে যে নির্বাচন রয়েছে, সেখানে তেজ প্রতাপ যাদব একা লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আরজেডি থেকে বহিষ্কৃত হয়ে তেজ প্রতাপ যাদব এবার একা ভোটে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন। যার প্রচারও শুরু করেছন লালুর কনিষ্ঠ পুত্র (Tej Pratap Yadav)।

ভোটের প্রচারে বেরিয়ে তেজ প্রতাপ যাদবকে বলতে শোনা যায়, 'আমার শিরায় লালু প্রসাদ যাদবের রক্ত বইছে। যদি আপনারা আমায় ভোট দেন, তাহলে সেই জয় লালু প্রসাদ যাদবেরই হবে।' তাঁকে ভোট দিলে, বিনামূল্যে বিদ্যুৎ পাবেন সেখানকার মানুষ। এমনও জানান তেজ প্রতাপ।

পাশাপাশি দাদা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বিরুদ্ধেও তোপ দাগেন তেজ প্রতাপ। তিনি বলেন, তেজস্বী যদি নিজেকে কৃষ্ণ বলেন, তাহলে তিনি কি লালু প্রসাদের অর্জুন? শুধু তাই নয়, তেজস্বী নিজেকে কৃষ্ণ বলে দাবি করলে, বাঁশি বাজিয়ে তিনি প্রমাণ করুন বলেও মন্তব্য করেন বিহারের (Lalu Prasad Yadav) প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছোট ছেলে।

শুনুন কী বললেন তেজ প্রতাপ যাদব...

 

বর্তমানে সমস্তিপুর জেলার হাসান কেন্দ্রের বিধায়ক হলেন তেজ প্রতাপ। তবে তিনি এবার বৈশালী জেলার মহুয়া আসন থেকে লড়ছেন। মহুয়া আসন থেকে আরজেডির টিকিটে নয়, একেবারে স্বাধীন প্রার্থী হয়েই তেজ প্রতাপ লড়াইয়ের ময়দানে নেমেছেন। আর সেই ভোট প্রচার থেকেই দাদা তেজস্বীর বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তেজ প্রতাপকে।

চলতি বছরের ২৫ মে তেজ প্রতাপকে আরজেডি থেকে বহিষ্কার করা হয়। আগামী ৬ বছরের জন্য তেজ প্রতাপকে দল থেকে বহিষ্কার করেন স্বয়ং লালু প্রসাদ যাদব।

স্ত্রী ঐশ্বর্যকে বিয়ের পরও তেজ প্রতাপ অনুষ্কা নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেন তেজ প্রতাপ। ছোট ছেলের এমন 'ছেলেমানুষির' ঘোষণার পরই লালু প্রসাদ যাদব তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত ফেসবুক পোস্টের মাধ্যমে তেজ প্রতাপ দাবি করেন, তাঁর সঙ্গে অনুষ্কা নামে ওই মহিলার সম্পর্কের কথা। যা নিয়ে বিহারের রাজনীতিতে কার্যত তোলপাড় শুরু হয়। এরপরই কঠিন সিদ্ধান্ত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।