Lakhimpur Kheri Violence: লাখিমপুরের ঘটনায় তাঁর ছেলে জড়িত থাকলে কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেবেন, দাবি অজয় মিশ্রর
Ajay Mishra (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ৫ অক্টোবর: লাখিমপুর খেরি হিংসার (Lakhimpur Kheri violence) ঘটনায় তাঁর ছেলের জড়িত থাকার প্রমাণ মিললে, কেন্দ্রীয়  মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন৷ লাখিমপুর খেরির ঘটনায় তাঁর ছেলে জড়িত, এমন এক টুকরো প্রমাণও যদি পাওয়া যায়, তাহলে ততক্ষণাৎ তিনি মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেবেন৷ এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র৷ ইন্ডিয়া টুডে টিভির এক সাক্ষাৎকারে অজয়  মিশ্র বলেন,  লাখিমপুর খেরির ঘটনায় কোনওভাবে তাঁর ছেলে জড়িত তাকলে, মন্ত্রী পদ থেকে  সরে যাবেন তিনি৷

রবিবার লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ( Ajay Misra) ছেলে আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় ৮ জনের মৃত্যু হয় বলে অভিযোগ৷ ওই ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা উত্তরপ্রদেশ৷ লাখিমপুর খেরির ঘটনায় কেন এখনও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে ববরখাস্ত করা হল না বলে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷ পাশাপাশি অজয় মিশ্রর ছেলেকে কেন গ্রেফতার করা হল না, তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী৷ প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ প্রকাশের ভিডিয়ো প্রাকশ্যে আসতেই ফের উত্তেজনা ছড়ালে এমন মন্তব্য করেন অজয় মিশ্র৷

প্রসঙ্গত  লাখিমপুর খেরির ঘটনায় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য টিকুনিয়ায় গেলে, সেখানে তাঁকে দেখে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ টিকুনিয়াতেই অজয় মিশ্রর পুরনো ভিটেবাড়ি৷ যার জেরে আরও একদফা বাদানুবাদ শুরু হয়৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লাখিমপুরের ঘটনায় 'অভিযুক্ত' কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গ্রেফতার হল না কেন? মোদীকে প্রশ্ন প্রিয়াঙ্কার

এদিকে অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিসের দাবি, রবিবার যখন লাখিমপুর খেরিতে কনভয় পৌঁছয়, তখন বিক্ষোভকারীরা তাঁদের উপর হামলা চালান৷ গাড়ির চালক সহ ২ জনকে খুন করা হয়৷ যার মধ্যে ২ জন বিজেপি কর্মী৷ ওই ঘটনার পর উত্তেজনা ছড়ালে আশিস মিশ্রর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর (FIR)৷

অজয় মিশ্রের পালটা দাবি, রবিবার বিক্ষোভকারীদের তাণ্ডবে যে দুজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫০ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হোক৷