দিল্লি, ৫ অক্টোবর: লাখিমপুর খেরি হিংসার (Lakhimpur Kheri violence) ঘটনায় তাঁর ছেলের জড়িত থাকার প্রমাণ মিললে, কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন৷ লাখিমপুর খেরির ঘটনায় তাঁর ছেলে জড়িত, এমন এক টুকরো প্রমাণও যদি পাওয়া যায়, তাহলে ততক্ষণাৎ তিনি মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেবেন৷ এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র৷ ইন্ডিয়া টুডে টিভির এক সাক্ষাৎকারে অজয় মিশ্র বলেন, লাখিমপুর খেরির ঘটনায় কোনওভাবে তাঁর ছেলে জড়িত তাকলে, মন্ত্রী পদ থেকে সরে যাবেন তিনি৷
রবিবার লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ( Ajay Misra) ছেলে আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় ৮ জনের মৃত্যু হয় বলে অভিযোগ৷ ওই ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা উত্তরপ্রদেশ৷ লাখিমপুর খেরির ঘটনায় কেন এখনও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে ববরখাস্ত করা হল না বলে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷ পাশাপাশি অজয় মিশ্রর ছেলেকে কেন গ্রেফতার করা হল না, তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী৷ প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ প্রকাশের ভিডিয়ো প্রাকশ্যে আসতেই ফের উত্তেজনা ছড়ালে এমন মন্তব্য করেন অজয় মিশ্র৷
প্রসঙ্গত লাখিমপুর খেরির ঘটনায় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য টিকুনিয়ায় গেলে, সেখানে তাঁকে দেখে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ টিকুনিয়াতেই অজয় মিশ্রর পুরনো ভিটেবাড়ি৷ যার জেরে আরও একদফা বাদানুবাদ শুরু হয়৷
এদিকে অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিসের দাবি, রবিবার যখন লাখিমপুর খেরিতে কনভয় পৌঁছয়, তখন বিক্ষোভকারীরা তাঁদের উপর হামলা চালান৷ গাড়ির চালক সহ ২ জনকে খুন করা হয়৷ যার মধ্যে ২ জন বিজেপি কর্মী৷ ওই ঘটনার পর উত্তেজনা ছড়ালে আশিস মিশ্রর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর (FIR)৷
অজয় মিশ্রের পালটা দাবি, রবিবার বিক্ষোভকারীদের তাণ্ডবে যে দুজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫০ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হোক৷