Priyanka Gandhi, Narendra Modi (Photo Credit: Twitter)

দিল্লি, ৫ অক্টোবর:  লখনউতে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন করছেন মোদীজি অথচ লাখিমপুর খেরি নিয়ে কোনও কথা বলছেন না৷ যে কৃষকরা স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাঁদের কথা কেন শোনা হচ্ছে না? লাখিমপুর খেরির ঘটনা নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷

মঙ্গলবার সকালে একটি ভিডিয়ো শেয়ার করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) উল্লেখ করে লাখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ লাখিমপুর খেরিতে কী হয়েছিল, সেই ভিডিয়ো প্রকাশ করেন প্রিয়াঙ্কা৷ লাখিমপুরের ভিডিয়ো শেয়ার করে প্রিয়াঙ্কা বলেন, যে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় কৃষকদের মৃত্যু হল, সেই মন্ত্রীকে কেন বরখাস্ত করা হল না এখনও পর্যন্ত? কেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হল  না বলেও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: 'ওটা রাম রাজ্য না কিলিং রাজ্য'? লাখিমপুর খেরিতে কৃষক মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভ মমতার

পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, লাখিমপুর খেরি নিয়ে প্রশ্ন তুললে তাঁর মতো বিরোধী দলের নেতা, নেত্রীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হচ্ছে৷ বিরোধীদের মুখ খুলতে দেওয়া হচ্ছে না৷ তবে মোদীজি কৃষকদের কথা শুনুন৷ যাঁরা দেশের অন্নদাতা, তাঁদের দাবি দাওয়া শুনুন৷ যাঁদের জন্য দেশের স্বাধীনতা এসেছিল, তাঁদের কথা শোনা, তাঁদের প্রতি কর্তব্য পালন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী৷

দেখুন কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী....

 

রবিবার লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলের গাড়ির ধাক্কায় ৮ জনের মৃত্যু হয়৷ যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে যোগী রাজ্য৷ ওই ঘটনার পর প্রিয়াঙ্কা গান্ধী লাখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন কিন্তু মাঝপথে তাঁকে আটক করা হয়৷ লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে হরগাঁওতে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে সীতাপুর থানায় নিয়ে যাওয়া হয়৷ তারপর থেকেই উত্তেজনার পারদ আরও বেশি করে চড়তে শুরু করে৷

প্রিয়াঙ্কার পর অখিলেশ যাদবকেও (Akhilesh Yadav) গ্রেফতার করা হয় তাঁর বাসভবনের বাইরে থেকে৷ লাখিমপুর খেরি নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)৷ যোগী রাজ্যের বিরুদ্ধে কটাক্ষ করে মমতা বলেন, 'ওটা রাম রাজ্য না কিলিং রাজ্য?' সবকিছু মিলিয়ে লাখিমপুর খেরির ঘটনা নিয়ে ক্রমাগত উত্তেজনা চড়তে শুরু করেছে প্রায় গোটা দেশ জুড়ে৷