Mamata Banerjee (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ৪ অক্টোবর: লাখিমপুর খেরির ঘটনার তীব্র প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় লাখিমপুর খেরির ঘটনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন৷ তিনি বলেন,  উত্তরপ্রদেশে (UP) যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা৷ বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না৷ ওরা স্বৈরতন্ত্রে বিশ্বাসী বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)৷

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, উত্তরপ্রদেশে যা হচ্ছে, তা কি রাম রাজ্য? ওটা 'খুনের রাজ্য' বলেও কটাক্ষ করেন মমতা৷

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন...

রবিবার লাখিমপুর খেরিতে (Lakhimpur Kheri Violence) বিজেপির (BJP) পতাকা লাগানো গাড়ির ধাক্কায় ৮ জনের মৃত্যু হয়৷ যার মধ্যে ৪ জন কৃষক৷ ওই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে৷ রবিবার লাখিমপুর খেরির ঘটনার পর সোমবার ভোরে সেখানে যাওয়ার উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷ কিন্তু লাখিমপুর খেরিতে প্রবেশের আগে হরগাঁওয়ের কাছে গ্রেফতার করা হয় কংগ্রেস নেত্রীকে৷

আরও পড়ুন:  Lakhimpur Kheri Violence: লাখিমপুর খেরির ঘটনায় মৃত কৃষকদের পরিবারকে ৪৫ লক্ষের ক্ষতিপূরণ, ঘোষণা যোগী সরকারের

প্রিয়াঙ্কা গান্ধাীর পর গ্রেফতার করা হয় অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)৷ উত্তরপ্রদেশে অখিলেশের বাসভবনের বাইরে থেকেই গ্রেফতার করা হয় তাঁকে৷  পরপর দুই বিরোধী নেতার গ্রেফতারির পর থেকেই বিষয়টি নিয়ে আরও জোর চর্চা শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে৷