দিল্লি, ৬ অক্টোবর: লাখিমপুর খেরিতে রাহুল গান্ধীকে প্রবেশের অনুমতি দেয়নি যোগী প্রশাসন৷ রাহুল লাখিমপুর খেরিতে (Lakhimpur Kheri Violence) গেলে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে৷ এমন যুক্ত দেখিয়েই আটকে দেওয়া হয় কংগ্রেস নেতাকে৷ ওই ঘটনার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী৷
রাহুল অভিযোগ করেন, গাড়ির নীচে পিষে দেওয়া হচ্ছে কৃষকদের৷ তাঁদের খুন করা হচ্ছে৷ ওই নৃশংস ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের নাম উঠে আসছে৷ ওই ঘটনার পর প্রধানমন্ত্রী লখনউতে (Lucknow) গিয়েও লাখিমপুর খেরিতে যাচ্ছেন না৷ প্রধানমন্ত্রীর এ হেন আচরণ কৃষকদেকর উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)৷
লাখিমপুর খেরি নিয়ে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) যখন কোনও পদক্ষেপ করছেন না, তখন সংবাদমাধ্যমের উচিত বিষয়টিকে তুলে ধরা৷ লাখিমপুর খেরি নিয়ে প্রতিবাদ করা উচিত বলেও দাবি করেন কংগ্রেসের (Congress) ওয়েনাড়ের সাংসদ৷
এদিকে লখনউয়ের এডিজি লাখিমপুর খেরি নিয়ে মুখ খোলেন৷ লখনউয়ের পুলিশ (Police) আধিকারিক বলেন, শুধুমাত্র একটি ভিডিয়োর উপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়৷ লাখিমপুর খেরির ঘটনার তদন্ত করেই তবেই সিদ্ধান্তে পৌঁছনো উচিত বলেও মন্তব্য করেন ওই পুলিশ আধিকারিক৷