Lakhimpur Kheri Violence: ''গাড়ির নীচে পিষে দেওয়া হচ্ছে কৃষকদের অথচ লখনউতে গিয়েও লাখিমপুর এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী''
Rahul Gndhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৬ অক্টোবর: লাখিমপুর খেরিতে রাহুল গান্ধীকে প্রবেশের অনুমতি দেয়নি যোগী প্রশাসন৷ রাহুল লাখিমপুর খেরিতে (Lakhimpur Kheri Violence) গেলে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে৷ এমন যুক্ত দেখিয়েই আটকে দেওয়া হয় কংগ্রেস নেতাকে৷ ওই ঘটনার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী৷

রাহুল অভিযোগ করেন, গাড়ির নীচে পিষে দেওয়া হচ্ছে কৃষকদের৷ তাঁদের খুন করা হচ্ছে৷ ওই নৃশংস ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের নাম উঠে আসছে৷ ওই ঘটনার পর প্রধানমন্ত্রী লখনউতে (Lucknow) গিয়েও লাখিমপুর খেরিতে যাচ্ছেন না৷ প্রধানমন্ত্রীর এ হেন আচরণ কৃষকদেকর উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লাখিমপুরের ঘটনায় তাঁর ছেলে জড়িত থাকলে কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেবেন, দাবি অজয় মিশ্রর

লাখিমপুর খেরি নিয়ে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) যখন কোনও পদক্ষেপ করছেন না, তখন সংবাদমাধ্যমের উচিত বিষয়টিকে তুলে ধরা৷ লাখিমপুর খেরি নিয়ে প্রতিবাদ করা উচিত বলেও দাবি করেন কংগ্রেসের (Congress) ওয়েনাড়ের সাংসদ৷

এদিকে লখনউয়ের এডিজি লাখিমপুর খেরি নিয়ে মুখ খোলেন৷ লখনউয়ের পুলিশ (Police) আধিকারিক বলেন, শুধুমাত্র একটি ভিডিয়োর উপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়৷ লাখিমপুর খেরির ঘটনার তদন্ত করেই তবেই সিদ্ধান্তে পৌঁছনো উচিত বলেও মন্তব্য করেন ওই পুলিশ আধিকারিক৷