কারফিউ শিথিল হতেই ছন্দে ফিরছে লেহ। দৈনন্দিন কাজে ফিরছেন স্থানীয় বাসিন্দারা। সকাল দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার খোলা থাকছে। হিংসাত্মক ঘটনা ভুলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে লেহ। এখনও নিরাপত্তা বাহিনীর টহল চলছে।
এদিকে, বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো তাঁর স্বামীর মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। লাদাখে হিংসাত্মক বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আটক করে রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। লেহের হিংসার পর ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) আওতায় মামলা দায়ের করা হয়েছিল, যেখানে চারজন নিহত এবং ৮০ জন আহত হয়েছিল।
Ladakh violence: Gitanjali Angmo, wife of , moves SC seeking his release
— Press Trust of India (@PTI_News) October 3, 2025
লেহ-র অশান্তির মধ্যেই হিংসায় উস্কানি ও পাক গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় পরিবেশ কর্মী ও সোশ্যাল ওয়ার্কার সোনম ওয়াংচুককে। তাঁর গ্রেপ্তারিকে ‘অবৈধ’ বলে অভিহিত করে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সকলকেই চিঠি পাঠান সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সোনমের স্ত্রী।ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন অ্যাংমো। তাঁর অভিযোগ, সোনমের গ্রেপ্তারির পিছনে রয়েছে লাদাখ পুলিশের বিশেষ অ্যাজেন্ডা। পুলিশ তাঁর স্বামীকে হেনস্থা করছে বলেও অভিযোগ করেছেন অ্যাংমো।