নয়াদিল্লিঃ টেস্ট ড্রাইভ(Test Drive) নিতে গিয়ে বড়সড় বিপত্তি। দুই বহুমূল্যের গাড়ির সংঘর্ষে আহত পাঁচ। ঘটনাটি ঘটেছে কেরলের(Kerala) কোচির(Kochi) উইলিংডন দ্বীপে(Willingdon Island)। টেস্ট ড্রাইভ নেওয়ার সময় মার্সিডিজ-বেঞ্জের(Mercedes-Benz ) AMG SL55 রোডস্টার, AMG GT 63 S, এবং একটি হুন্ডাই অ্যাসেন্টর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাণহানী না হলেও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন যাত্রীরা। তাঁরা সকলেই এর্নাকুলামের বাসিন্দা। আহতরা এই মুহূর্তে কোচির একটি বেসরকারি হাসপাতালে(Hospital) চিকিৎসাধীন। জানা গিয়েছে, মার্সিডিজ-বেঞ্জ AMG GT 63 S-এর নিয়ন্ত্রণ হারিয়ে রেলওয়ে ট্র্যাকে ধাক্কা মারে। এরপর পিছনে থাকা হুন্ডাই অ্যাসেন্টের সাথে সংঘর্ষ হয়ে সজোরে আঘাত করে মার্সিডিজ-বেঞ্জ এএমজি SL55 রোডস্টার গাড়িটিকে। দুর্ঘটনায় মার্সিডিজ-বেঞ্জ এএমজি জিটি AMG GT 63 S-এর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, মার্সিডিজ-বেঞ্জ এএমজি জিটি AMG GT 63 S গাড়িটির বর্তমান বাজারমূল্য ৩.১০ কোটি আর SL55 রোডস্টারটির দাম প্রায় ৪.১৯ কোটি টাকা।
Two Mercedes-Benz cars collide head-on during test drive at Willingdon Island in Kochi, Kerala
The GT 63 S E (Rs 3.30 cr), driven by a woman crashed into the SL55 Roadster 4-seater convertible (Rs 2.44 cr) coming from the opposite direction, which was being test-driven by a man. pic.twitter.com/8DxwzQ1SSJ
— Anil Padmanabhan🇮🇳🕉️🚩 (@anilp68) August 26, 2024