মালদ্বীপ (Maldives) নিয়ে বিতর্কের মধ্যেই এবার নতুন করে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তার দাবি ২০১৪ থেকে ক্ষমতায় আসার পরেই সব বিষয়কে ব্যক্তিগতভাবে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিবেশী দেশের সঙ্গে ভাল সম্পর্ক রাখার বিষয়ে সওয়াল তোলেন তিনি।

তিনি জানান,"নরেন্দ্র মোদী ক্ষমতায়. আসার পর তিনি প্রত্যেকটি বিষয়কে ব্যক্তিগতভাবে নিচ্ছেন। আর্ন্তজাতিক স্তরে  প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত।আমাদের সময় অনুযায়ী কাজ করা উচিত। আমরা আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারি না। "

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ ভ্রমনের পরই মালদ্বিপের সঙ্গে তিক্ততা বাড়ে সোশ্যাল মিডিয়ায় টুইটকে কেন্দ্র করে। যার ফলে ভারতীয় নাগরিকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে মালদ্বীপের রাজনৈতিক নেতা এবং সরকারের পদাধীকারী ব্যক্তিরা।

প্রধানমন্ত্রীর পোস্টের পর মালদ্বীপের মন্ত্রী শিউনার তরফে অবমাননাকর মন্তব্য করা হয়। যদিও তা পরবর্তীতে মুছে ফেলা হয়।

যদিও এই ঘটনার পরিপ্রক্ষিতে মালদ্বিপের পর্যটন অ্যাশোসিয়েশনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছে যে, "ভারত আমাদের অন্যতম বন্ধু এবং সহযোগী। ইতিহাসে যে সমস্ত ধরনের সংকট আমাদের ওপর এসেছে, ভারত সেদিক থেকে প্রথমেই সাড়া দিয়েছে। এবং আমরা খুব খুশি যে ভারত সরকার এবং ভারতের মানুষ সেই সম্পর্ক এখনও পর্যন্ত বজায় রেখেছে।"