রোহতক: ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শারন সিং (former WFI chief Brij Bhushan Sharan Singh)-কে গ্রেফতারির দাবিতে বুধবার দিল্লি-রোহতক হাইওয়ে (Delhi-Rohtak highway) অবরোধ (block) করে বিক্ষোভ দেখালেন হরিয়ানার (Haryana) খাপ পঞ্চায়েতগুলির (Khap panchayats) মদতপুষ্ট (supported) রোহতকের গ্রামবাসীরা (Rohtak-Villagers)।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Rohtak-Villagers supported by Khap panchayats block the Delhi-Rohtak highway, demanding the arrest of former WFI chief Brij Bhushan Sharan Singh over sexual harassment allegations pic.twitter.com/uuelFeJiRK
— ANI খা(@ANI) June 14, 2023
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় (sexual harassment allegations) অভিযুক্ত ব্রিজভূষণ শারন সিং-কে গ্রেফতার করার পাশাপাশি একাধিক দাবি রাখেন তাঁরা। পরে পুলিশের তরফে হরিয়ানার সরকার এই বিষয়ে তাঁদের সঙ্গে তিন দিনের মধ্যে বৈঠক করবেন এই আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়।
এপ্রসঙ্গে রোহতকের কৃষক নেতা রমেশ দালাল বলেন, "আমাদের ২৫টি দাবি নিয়ে সরকার আগামী তিন দিনের মধ্যে কথা বলবে বলে জেলা কালেক্টর ঝাজ্জার শক্তি সিং (DC Jhajjar Shakti Singh) আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরেই আমরা আমাদের ধরনা (dharna) তুলে নিই। আমাদের দাবিগুলোর মধ্যে সন্দীপ সিং-এর পদত্যাগ (Sandeep Singh's resignation), ব্রিজভূষণ সিং-এর গ্রেফতারি (Brij Bhushan's arrest), এমপিএস গ্যারান্টি (MSP guarantee)-সহ একাধিক বিষয় রয়েছে।" আরও পড়ুন: Train Cancelled Due to Cyclone Biparjoy: পশ্চিম সমুদ্র উপকূলে আছড়ে পড়বে বিপর্যয়, সেই কারণে বাতিল ৬৯ টি পশ্চিম রেলওয়ের ট্রেন
দেখুন ভিডিয়ো:
Haryana | We are ending our dharna as DC Jhajjar Shakti Singh has said that the government will hold talks with us in the next three days on our 25 demands. Our demands include Sandeep Singh's resignation, Brij Bhushan's arrest, MSP guarantee and others: Farmer leader Ramesh… pic.twitter.com/ORZ5YZr0Jt
— ANI (@ANI) June 14, 2023