Khalistani Threat For Ram Mandir: অশান্তি তৈরির চেষ্টা, রাম মন্দিরের অনুষ্ঠানের আগে হুমকি খালিস্তানি জঙ্গি পান্নুনের
Photo Credits: IANS

দিল্লি, ৮ জানুয়ারি: ফের ভারতে (India) অশান্তি সৃষ্টির চেষ্টা খালিস্তানি (Khalistan) জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনের ( Gurpatwant Singh Pannun )। এবার রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে পান্নুন জানায়, ২২ জানুয়ারি উপলক্ষ্যে যে অমৃতসর থেকে যাতে কেউ অযোধ্যায় যেতে না পারে, তার জন্য বিমানবন্দরগুলি বন্ধ করা হোক বলে মন্তব্য করে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর সদস্য। শুধু তাই নয়, দেশের মুসলিম সম্প্রদায়ের সংগঠনওগুলিও যাতে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করে, সেই মন্তব্য করা হয় শিখ ফর জাস্টিস (নিষিদ্ধ সংগঠন)  সংগঠনের তরফে।

সোমবার একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে ভারতে অশান্তি তৈরির বার্তা দেয় গুরপতওয়াত সিং পান্নুন। রাম মন্দিরের অনুষ্ঠানের বিরুদ্ধে ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের প্রত্যেক মানুষ যাতে বিরোধিতা করেন, সেই ডাক দেয় শিখ ফর জাস্টিস নামের এই সংগঠন।

আরও পড়ুন: Narendra Modi: খালিস্তানি পান্নুন খুনে ভারতের 'ভূমিকার' অভিযোগ, মুখ খুললেন প্রধানমন্ত্রী

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।