নয়াদিল্লি: বলিদান দিবসের দিন সারা ভারত যখন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের স্মৃতিচারণা করছে। তাঁর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করতে শোনা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। ঠিক তখনই খালিস্তানি এক নেতার (Khalistani Protester) ভিডিয়ো ভাইরাল হল। যেখানে ওই ব্যক্তিকে চারিদিকে খালিস্তানি পতাকা লাগানো একটি জায়গায় দাঁড়িয়ে ভগৎ সিং (Bhagat Singh)-কে বিশ্বাসঘাতক (traitor) বলতে শোনা গেল। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই নেটদুনিয়াতে নিন্দার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার রাতে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই খালিস্তানি নেতা বলছে, "ভগৎ সিং একজন বিশ্বাসঘাতক। তিনি শিখ নেতাদের সন্ত্রাসবাদী প্রমাণ করেছেন। ব্রাক্ষ্মণদের পা চেটে তিনি প্রমাণ করেছেন যে পুরো শিখ সম্প্রদায়ই সন্ত্রাসবাদী। তিনি শহিদ-ই-আজম নন, শুধুমাত্র একজন বিশ্বাসঘাতক। শহিদ-ই-আজম তাঁদেরই বলা উচিত যাঁরা খালসার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন।"
এছাড়া ওই নেতা আরও বলে, "খালসা সারা বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হবে। কারণ খালসার ধারণার জন্মই হয়েছিল শাসন করার জন্য।"
এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। একজন ভারতীয় নেটিজেন লেখেন, "সমস্ত খালিস্তানিদের লজ্জা পাওয়া উচিত। শহিদ ভগৎ সিং আমাদের নায়ক তোমাদের মতো বিশ্বাসঘাতক নয়।
অন্য একজন লেখেন, এটা হল সেই পয়েন্ট যার ভিত্তিতে খালিস্তানি আন্দোলনের সমর্থকদের উচিত তাদের নেতাদের তাড়িয়ে দেওয়া।"
দেখুন ভিডিয়ো:
Meanwhile Hindustanis and especially Hindus are observing Bhagat Singh Balidan divas and paying tribute to him but look at these folks who are calling Bhagat Singh a traitor and a boot-licker of Brahmins.pic.twitter.com/a5JOVBMJvM
— Anshul Pandey (@Anshulspiritual) March 23, 2023
This is not tolerable at all. Insulting our national hero that too on #ShaheediDiwas . This bastard should get his due at any cost, this is too much. There should be an end to this Khalistan nonsense. https://t.co/zgsLgsgRlZ
— Sid 🇮🇳 (@Bhalamaanas) March 23, 2023