Khalistani Leader Amritpal Singh (Photo Credit: @Incognito_qfs/ X)

পঞ্জাবের খাদুর সাহিব (Khadoor Sahib) লোকসভা কেন্দ্রে অমৃত পাল সিং (Amrit Pal Singh) এক নির্দল প্রার্থী কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে এক লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। খাদুর সাহিব থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা খালিস্তানি নেতা অমৃত পাল সিং বর্তমানে অসমের জেলে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী খাদুর সাহেব ওয়ারিস পঞ্জাব দে'র (Waris Punjab De) প্রধানও এবং বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা আইনের (NSA) অধীনে আসামের ডিব্রুগড়ের একটি কারাগারে বন্দি রয়েছেন। খাদুর সাহিব লোকসভার ফলাফলে অমৃত পাল সিং এগিয়ে থাকায় মানুষ অবাক হয়ে গেছে কারণ তিনি এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন। এই বছর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে খাদুর সাহিব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ২৭ জন প্রার্থী তাদের নাম নথিভুক্ত করেন যেখানে এই সংখ্যা ২০১৯ সালে ১৯ জন এবং ২০০৯ সালে ১৫ জন ছিল। Madhya Pradesh Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনে ইন্দোরে বড় রেকর্ড, নোটায় পড়ল ২ লক্ষ ভোট