পিনারাই বিজয়ন(Photo Credits: ANI/File)

একদিকে যখন হামাস (Hamas) এবং ইজরায়েলের (Israel) যুদ্ধ শুরু সেই সময় নিজের রাজ্যের আটকে পড়া ৭ হাজার ভারতীয়কে নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিষয়টি নিয়ে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কররের সঙ্গে কথাও বলেন।

বিদেশমন্ত্রীকে তিনি জানিয়েছেন, " বেশ ভাল সংখ্যক মানুষ, প্রায় ৭ হাজার কেরালাবাসী আটকে রয়েছেন। বর্তামানে এই ধরনের আবহ চরম আতঙ্কের সৃষ্টি করেছে এবং পরিবারের লোকেরা এতে উদ্বিগ্ন রয়েছেন।আমি অনুরোধ করছি যাতে সম্ভাব্য উপায়ের মাধ্যমে ইজরায়েলে থাকা কেরালাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই উদ্যোগ নেওয়ার জন্য।"

হামাসের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একহাজার। পাল্টা হিসেবে গাজাতেও বোমাবর্ষণের জেরে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে শুরু করেছে বিদেশমন্ত্রক।