Kerala CM Pinarayi Vijayan (Photo Credit: X)

আরএসএস-র সঙ্গে নাকি গোপনে গাঁটছড়া বেঁধেছে সিপিআইএম। এমন অভিযোগে কেরলের বিরোধীদের তোপের মুখে সেখানকার বাম সরকার। কেরলের প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ পিনরাই বিজয়ন ক্ষমতা ধরে রাখতে আরএসএস-এর সঙ্গে সমঝোতা করছেন। বিজেপি -কে কেরলে জায়গা দিচ্ছে সিপিআইএম। এমন অভিযোগও করছে কংগ্রেস। যা নিয়ে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই দাবি উড়িয়ে বললেন,"আরএসএস-এর সিপিআইএমের গাঁটছাড়া বাঁধার সে কথা বলা হচ্ছে সেগুলি শুধুই অপপ্রচার, প্রোপোগান্ডা। বিরোধী দলনেতাও দেখছি এই বিষয়টি তুলছে। কিন্তু যারা এই অপপ্রচার করছে, তারা বোধহয় জানে না কেরলে আরএসএস-র বিরুদ্ধে লড়াই করে সবচেয়ে বেশী সিপিআই (এম) কর্মীরই শহীদ হয়েছেন। এখনও সিপিআই (এম) কর্মীরাই সবার আগে আরএসএস-এর অপকর্মের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমাদের অনেক কর্মী শহীদ হলেও আমরা কিন্তু সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই কোনওদিন আপোষ করিনি। সেখানে সবাই জানে আরএসএস-র অফিস বাঁচাতে কারা আসল ভূমিকা নিয়েছিল। কেরল কংগ্রেসের সভাপতি নিজে প্রকাশ্যে স্বীকার করেছেন সে কথা। তাহলে কার সঙ্গে কার গাঁটছড়া এবার সবাই বুঝতে পারছেন।"

দেখুন এই ইস্যুতে কী বললেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন

এরপর আক্রমণের সুর চড়িয়ে পিনরাই বিজয়ন অভিযোগ করেন, জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে আরএসএস-এর কেমন সম্পর্ক সে কথা সবার জানা। ১৯৮৪ সালে RSS-র সরশঙ্খচালাক দত্তারাও দেওরাস কী করে সবার পরিচিত হয়ে উঠেছিলেন? ১৯৮৬ সালে সংঘ পরিবারের চাপে রাজীব গান্ধী বাবরী মসজিদের তালা খুলে দিয়েছিলেন এবং রামলাল্লার প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়েছিল। তাহলে এটা পরিষ্কার আরএসএস-এর সঙ্গে আসলে কার গাঁটছড়া আছে। ওদের ওপর কাদের দুর্বলতা আছে সেটা বোঝা যাচ্ছে।