
দিল্লি, ২০ মার্চ: হামাসের (Hamas) হয়ে প্রচার এবং ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মার্কিন মুলুকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় গবেষক তথা ছাত্র বদর খান সুরিকে (Badar Khan Suri)। ভার্জিনিয়ার বাড়ির বাইরে থেকে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুরিকে গ্রেফতার করে মার্কিন পুলিশ (US)। বদর খান সুরির গ্রেফতারির পর থেকে জোর চর্চা শুরু হয়েছে। কে এই সুরি, তা নিয়েও চলছে জল্পনা।
বদর খান সুরি কে
বদর খান সুরি আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। ছাত্র ভিসা ব্যবহার করে বর্তমানে মার্কিন মুলুকে বসবাস করছেন বদর। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি, সংখ্যাগরিষ্ঠেদের মতামত এবং সংখ্যালঘু অধিকার নিয়ে গবেষণা করছেন সুরি।
সুরির স্ত্রী সালেহ কী করেন
সুরি বিয়ে করেন মার্কিন নাগরিক মাপিজি সালেহকে। প্যালেস্তাইনের যে সমস্ত সংবাদমাধ্যমে রয়েছে, যারা গাজার খবর করে, সেখানে লেখালেখি করেন সুরির স্ত্রী সালেহ। আল জাজিরা-সহ একাধিক প্যালেস্তিনীয় সংবাদমাধ্যমে লেখালেখি করেন সুরির মার্কিন স্ত্রী। যুদ্ধ বিধ্বস্ত গাজাকে কীভাবে পুনরায় গঠন করা যায়, তার জন্য প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন ভারতীয় ছাত্র সুরির স্ত্রী সালেহ।
বৃহস্পতিবার ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, বদর খান সুরি হামাসের হয়ে কথা বলছেন এবং প্রচার করছেন। সোশ্যাল মিডিয়ায় সুরি হামাসের প্রোপাগন্ডা ছড়াচ্ছেন। এরপরই বদর খান সুরিকে গ্রেফতার করে মার্কিন পুলিশ।