নয়াদিল্লিঃ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপদ বাড়ছে কেদারনাথে (Kedarnath)। আটকে ১৫০ থেকে ২০০ তীর্থযাত্রী। মেঘ ফেটে ( Cloudburst) ক্ষতিগ্রস্ত ৩০ মিটার ফুটপাথ। যার ফলে স্বাভাবিক যান চলাচল ব্যহত হচ্ছে। টানা বৃষ্টির (Heavy Rain) জেরে বেড়ে গিয়েছে গৌরীকুন্ড ও সোনপ্রয়াগের নদীর জলস্তর। তবে এখন তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রুদ্রপ্রয়াগ পুলিশ। অন্যদিকে ফুঁসছে মন্দাকিনী। যা ক্রমে ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে। বুধবার, মেঘ ভাঙা বৃষ্টিতে ভেজে উত্তরাখণ্ডের তেহরি। এই বৃষ্টির জেরে ধসে যায় একটি হোটেল। এই ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এরপরই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয় কেদারনাথে। প্রশাসনের তরফে জারি করা হয় হাই অ্যালার্ট । বৃষ্টির কারণে ভিম্বলির কাছে আটকে পড়েছেন বহু তীর্থযাত্রী। তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে কেদারনাথের উদ্দেশে রওনা দিয়েছিলেন বহু পুণ্যার্থী,তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে আপাতত বন্ধ রাখা হয়েছে কেদারনাথ মন্দির।
দেখুন কেদারনাথের পরিস্থিতি
बाबा की कृपा से सब ठीक है जल स्तर बड़ा है फिर भी सावधानी बरतें प्रशासन के सहयोग से चलें उनके निर्देशों का पालन करें।
बाबा केदार सभी श्रृद्धालुओं, स्थानीय लोगों, प्रसासनिक लोगों एवं समस्त चरा चर की रक्षा करेगें विश्वास रखें🕉️🪔🙏🚩#Kedarnath pic.twitter.com/sybJpp2mEY
— श्री केदारनाथ (@ShriKedarnath) July 31, 2024
দেখুন ভিডিয়ো
#BREAKING : Cloud burst in Bhim Bali Gadera, Kedarnath. About 30 meters of the walking path was damaged .
Along with the cloudburst, a landslide also occurred on the spot.#BhimBaliGadera #Kedarnath #CloudBurst #Uttarakhand #UttarakhandCloudburst #UttarakhandWeather pic.twitter.com/mk1wMdi3jb
— SARCASTIC AKKI (@SarcasticAkki69) July 31, 2024