Katra Srinagar Vande Bharat (Photo Credit: X@ANI)

পহেলগামের বৈসরনে জঙ্গি হামলার পর আজ ছিল প্রথম প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীর সফর। এই সফরে একদিকে যেমন উপত্যকায় উন্নয়নের বার্তা দিয়েছেন  একইসঙ্গে সন্ত্রাসবাদ দিয়ে ভারতকে খণ্ড-বিখণ্ড করা বা দমিয়ে রাখা যাবে না, সেই বার্তাও দিয়েছেন। তবে আজ গোটা দেশের চোখ ছিল র দিকে। যা দেশের সঙ্গে যুক্ত করল জম্মু ও কাশ্মীরকে। দীর্ঘ তিন দশক ধরে এই রেল ব্রিজের কাজ চলা ২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উধমপুর, শ্রীনগর, বারামুল্লাকে। চেনাব নদীর উপরে ৩৫৯ মিটার উচ্চতার ব্রিজের ওপর দাঁড়িয়ে এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতু উদ্বোধনের পর চেনাব ব্রিজ থেকেই কাটরা অবধি যান প্রধানমন্ত্রী । সেখানে গিয়ে তিনি বারামুল্লা-কাটরা রুটের দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। কাটরা থেকে ছাড়ার পর সেই ট্রেন আজই শ্রীনগর এসে পৌঁছেছে। যাত্রীরা শ্রীনগর পৌঁছে তাঁদের অভিজ্ঞতার কথা জানান।  কাটরা-শ্রীনগর বন্দে ভারত ট্রেনের যাত্রী বলেন, "আমি দিল্লি থেকে এখানে এসেছি। যাত্রাটি খুব ভালো ছিল।"

#WATCH | Srinagar | Katra-Srinagar Vande Bharat train passenger says, "I have come here from Delhi. The journey was very good." pic.twitter.com/jVwdQYfoR8

কাটরা-শ্রীনগর বন্দে ভারত রুটের অপর একজন যাত্রী বলেন, "আগে এখান থেকে জম্মু যেতে ৮-৯ ঘন্টা সময় লাগত, এখন মাত্র ৩-৪ ঘন্টা সময় লাগে। প্রধানমন্ত্রী মোদী খুব ভালো কাজ করেছেন। ট্রেন সংযোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।"

জম্মু ও কাশ্মীরের জন্য উধমপুর-বারামুল্লা রেল সংযোগকে “ঐতিহাসিক মুহূর্ত” বলে ঘোষণা করেছে বিজেপি। শুক্রবার এই প্রকল্পকে উপত্যকার মানুষের জন্য ঈদের উপহার হিসেবে বর্ণনা করেছে। বিজেপির জম্মু-কাশ্মীরের মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, এই রেল যোগাযোগ শুধু একটি প্রকৌশল সাফল্যই নয়, এটি আশা, উন্নয়ন ও জাতীয় একাত্ববোধের প্রতীক। এটি ঐতিহাসিক এক মুহূর্ত। তিনি আরও বলেন, এটি ভ্রমণ পদ্ধতিতে বিপ্লব ঘটাবে, পর্যটনকে বাড়াবে এবং দূরবর্তী এলাকার জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। আলতাফ ঠাকুর এও বলেন, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীরের উন্নয়ন ও অগ্রগতির প্রতি অটল অঙ্গীকারের আরেক প্রমাণ।