Farooq Abdullah.jpg (Photo Credit: ANI)

দিল্লি, ৯ জুলাই: সন্ত্রাসবাদের প্রসার করে কোনও লাভ হয় না। প্রতিবেশী দেশ যদি মনে করে, সন্ত্রাসবাদের বিস্তার করে কিছু হাসিল করবে, তাহলে তারা ভুল করছে। তাই সন্ত্রাসবাদ (Terrorist) বন্ধ করুন। সীমান্ত সন্ত্রাস করে যেমন কোনও লাভ হবে না, তেমনি কেউ কিছু হাসিল করতেও পারবে না। কাঠুয়ায় জঙ্গি হামলার পর এবার এমনই মন্তব্য করতে শোনা গেল ফারুক আবদুল্লাকে (Farooq Abdullah)।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বলেন, কাঠুয়ায় জঙ্গি হামলায় ভারতের (India) ৫ জওয়ানের মৃত্যু হয়েছে। ৫ জওয়ান গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি। সীমান্ত সন্ত্রাস এভাবে চলতে থাকলে, পরিস্থিতির বদল কীভাবে আসবে বলে প্রশ্ন তোলেন ফারুক আবদুল্লা।

আরও পড়ুন: Kathua Terrorist Attack: কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা, পাকিস্তানি অস্ত্র ব্যবহার জঙ্গিদের, সূত্র

৯ জুলাই কাঠুয়ায় সেনা বাহিনীর কনভয়ে জঙ্গিরা হামলা চালায়। জঙ্গি হামলার জেরে ৫ জওয়ানের মৃত্যু হয়। সেনা বাহিনীর আরও ৫ সদস্য আহত অবস্থায় ভর্তি করা হয়।