Karur Stampede: তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের (Vijay) সভায় পদপিষ্টে কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন খারিজ করল হাইকোর্ট। তামিলনাড়ু সরকারের সিআইডি ঠিকমত তদন্ত করছে না, এমন কথা জানিয়ে বিজয়ের সভায় পদপিষ্টে কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা করেছিলেন উমা আন্দন নামের এক বিজেপি নেত্রী তথা কাউন্সিলর। কিন্তু কারুর কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ করল হাইকোর্ট। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক জনসভায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
লক্ষাধিক সমর্থক জড়ো হয়েছিলেন
কারুরে অভিনেতা থেকে নেতা হয়ে নিজের দল খোলা বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশু ও মহিলা সহ অনেকে জখমও হয়েছেন। বিজয়ের নতুন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর এই সমাবেশে লক্ষাধিক সমর্থক জড়ো হয়। সমাবেশস্থলে অনুমানিক ৩০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয়ের বক্তব্যের সময় ভিড় অত্যধিক বেড়ে যায় এবং বিশৃঙ্খলা দেখা দেয়। অতিরিক্ত গরম, হুড়োহুড়ি ও অক্সিজেনের অভাবে অনেকে অজ্ঞান হয়ে পড়েন এবং পদপিষ্ট হন।
দেখুন খবরটি
STORY | TN stampede: High Court rejects BJP leader''s plea for CBI probe; asks her to approach Madurai bench
The Madras High Court on Friday rejected BJP leader Uma Anandan's plea for a CBI probe into the September 27 Karur stampede at actor-politician Vijay's public rally in… pic.twitter.com/GxUG2M4Ovv
— Press Trust of India (@PTI_News) October 3, 2025
সন্ধ্য়ায় সভার অনুমতি ছিল না
সভায় উপস্থিত ৪১ জনের মধ্যে ১০ জন শিশু এবং ১৭ জন মহিলা রয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেলুসামাইপুরামে কারুর-ইরোড মহাসড়কের কাছে, যেখানে সমাবেশের অনুমতি ছিল সীমিত সংখ্যকের জন্য। বিজয় সমাবেশে প্রায় ৬-৭ ঘণ্টা দেরি করে পৌঁছান, যা ভিড় বাড়িয়ে দেয়। সমাবেশের অনুমতি ছিল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, কিন্তু ঘটনা সন্ধ্যায় ঘটে। বিজয়ের সেই সভায় কারেন্ট অফ হয়ে গিয়েছিল।