Death, Representational Image (Photo Credit: File Photo)

বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি: একইদিনে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির (Elderly Couple)। কর্ণাটকের (Karnataka) হুবলিতে ৮২ বছরের ঈশ্বর আইয়ার এবং ৭৩-এর প্রভা আইয়ারের মৃত্যু হয়। কোনও রহস্যজনকভাবে নয়, সাধারণভাবেই ঈশ্বর এবং প্রভা নামের ওই বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়। হুবলিতে কৃষক পরিবারের ওই দম্পতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। কী কারণে ঈশ্বর এবং প্রভা একই সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জনা যাচ্ছে, ওই দম্পতির ৪ সন্তান রয়েছেন। ৪ জনই কন্যা সন্তান। ঈশ্বর এবং প্রভার ভরা সংসার। তাইতো ৪  সন্তানের রয়েছ ১২ সন্তান। প্রত্যেককে ছেড়ে হঠাৎ করেই ওই দম্পতি একসঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরিবারের কথায়, রবিবার রাতেও ঈশ্বর, প্রভা একসঙ্গে বসে রাতের খাবার খান। হাসাহাসি করেন। রবিবার রাতে একসঙ্গে খাবার খেয়ে হটাৎ করেই সোমবার সকালে তাঁরা ইহলোক ত্যাগ করেন। যা দেখে কার্যত ভেঙে পড়েন ঈশ্বর, প্রভার ৪ সন্তান। গ্রামের মানুষজনও ঈশ্বর, প্রভার এই মৃত্যু দেখে অবাক। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।