বেঙ্গালুরু, ২৭ মে: কর্ণাটকে ক্যাবিনেট সম্প্রসারনের উদ্দেশ্যে শপথ গ্রহণ করলেন আরও ২৪ জন বিধায়ক। বেঙ্গলুরুতে রাজ ভবনে তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। কর্ণাটকে কে কোন মন্ত্রক সামলাবেন, তার দফতর বণ্টনও হয়ে গেল। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে থাকল অর্থ মন্ত্রক। পাশাপাশি তিনি সামলাবেন গোয়েন্দা, তথ্য, প্রশাসনিক সংস্কার, মন্ত্রিসভা বিষয়ক ও অবণ্টিত যাবতীয় মন্ত্রকের কাজ। অন্যদিকে, অনেক চেষ্টার পরেও মুখ্যমন্ত্রিত্বের পদ না পাওয়া সিদ্দারামাইয়ার ডেপুটি ডিকে শিবকুমার পেলেন দুটি মন্ত্রক।
কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার সামলাবেন বেঙ্গালুরু শহরের উন্নয়ন দফতর ও সেচ বিভাগ। তেমন বড় কোনও দফতর পেলেন না শিবকমার।
দেখুন টুইট
CLARIFICATION | The list of #KarnatakaCabinet portfolio has been taken down since discrepancies were noted with the list currently with Raj Bhavan. pic.twitter.com/tA64J4z1hk
— ANI (@ANI) May 27, 2023
দেখুন টুইট
Congratulations to all the newly appointed 24 Cabinet Ministers of #Karnataka !
Nearly the entire State is represented, with a rainbow of different castes & religion. Congress Ministry has 6 SC Ministers, 3 ST Ministers, 6 BC Ministers, 3 Muslim Minority ( including the… pic.twitter.com/5seRwhqCZd
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 27, 2023
জি পরমেশ্বর পেলেন স্বরাষ্ট্রমন্ত্রক (গোয়েন্দা বিভাগ ছাড়া)। সিদ্দারামাইয়া মন্ত্রিসভায় মোট ৩৪ জন ক্যাবিনেট মন্ত্রী আছেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রী হলেন।
কর্ণাটকে ক্যাবিনেট সম্প্রসারনের উদ্দেশ্যে শপথ গ্রহণ করলেন আরও ২৪ জন বিধায়ক। বেঙ্গলুরুতে রাজ ভবনে তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করানো হয় নতুন ক্যাবিনেট মন্ত্রীদের। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। নতুন মন্ত্রীদের অভিনন্দন জানান সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার দুজনেই।