বেঙ্গালুরু, ৩১ অগাস্ট: গোটা পরিবারকে পুড়িয়ে মারা হবে। একটি পরিবারকে এমনই হুমকির অভিযোগে কর্ণাটকের মন্ত্রী আনন্দ সিংকে আটক করল পুলিশ। জমি নিয়ে বিবাদের জেরে কর্ণাটকের ওই মন্ত্রী একটি পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ। ডি পোলাপ্পা নামে কর্ণাটকের এক ব্যক্তি মন্ত্রীর বিরুদ্ধে হুমকির অভিযোগ দায়ের করেন।
ডি পোলাপ্পার অভিযোগ, তাঁরা তপশিলী সম্প্রদায়ভুক্ত। জমি নিয়ে বিবাদের জের এবং তপশিলী সম্প্রদায় ভুক্ত হওয়াতেই মন্ত্রী আনন্দ সিং তাঁদের হুমকি দেন। এমনকী, তাঁদের গোটা পরিবারকে পুড়িয়ে মারা হবে বলেও হুমকি দেন আনন্দ সিং নামে কর্ণাটকের ওই মন্ত্রী।
মঙ্গলবার ডি পোলাপ্পা এবং তাণর পরিবারের আরও ৫ জন স্থানীয় থানায় হাজির হন। মন্ত্রীর হুমকিতে তাঁরা ভয়ে সিটিয়ে রয়েছেন বলে অভিযোগ। এমনকী, ভয়ে কাঁটা হয়ে থাকার চেয়ে তাঁরা আত্মহত্যা করে নিজেদের শেষ করে দেবেন বলেও পুলিশকে জানান ৫ জন। এরপর পুলিশ গিয়ে ডি পোলাপ্পা-সহ ৫ জনকে উদ্ধার করে।
প্রসঙ্গত মঙ্গলবার মন্ত্রী আনন্দ সিং তাঁদের গ্রামে গেলে, পোলাপ্পা পরিবারের তরফে আর্জি জানানো হয় জমি বিবাদ যাতে মিটিয়ে ফেলা হয় সে বিষয়ে। কিন্তু বিবাদ না মিটিয়ে তাতে আনন্দ সিং কার্যত ঘৃৃতাহুতি দেন বলে অভিযোগ। সেই সঙ্গে পোলাপ্পা সহ ওই পরিবারের ৫ জনকে পুড়িয়ে মারা হবে বলেও দেওয়া হয় হুমকি।