বেঙ্গালুরু, ১৭ এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচনে তৃতীয় দফায় ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মহাদেবাপুরে (সংরক্ষিত) কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দলীয় বিধায়ক অরবিন্দ লিম্বাভালির স্ত্রী-মঞ্জুলা লিম্বাভালিকে। বাদ পড়লেন দুই বিধায়ক। গত মঙ্গলবার প্রথম দফায় ১৮৯ জন, এরপর দ্বিতীয়তে ২৩ জন, আর এদিন তৃতীয় দফায় ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করল শাসক দল। তার মানে সব মিলিয়ে দক্ষিণের এই রাজ্যে মোট ২২২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল। বাকি থাকল আর মাত্র দুটি আসন।
আগামী ১০ মে কর্ণাটকে এক দফায় রাজ্যের ২২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ১৩ মে। কংগ্রেস তিন দফায় মোট ২০৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আরও পড়ুন-নিরাপত্তার কারণে জেল বদল, প্রয়াগরাজ থেকে প্রতাপগড় জেলে স্থানান্তরিত আতিক আহমেদের ৩ খুনি
দেখুন টুইট
#KarnatakaElections2023 | BJP releases third list of candidates.
BJP MLA Aravind Limbavali's wife Manjula Aravind Limbavali to contest from Mahadevapura. pic.twitter.com/Xc7VIautAp
— ANI (@ANI) April 17, 2023
মোটের ওপর পরিষ্কার হয়ে গেল কাদের ওপর ভরসা রেখে দক্ষিণ ভারতের একমাত্র রাজ্যের সিংহাসন বাঁচাতে লড়ছে গেরুয়া শিবির। বিজেপি-র প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে দীর্ঘ নাটক হল। এখনও প্রার্থীপদ বণ্টন নিয়ে চূড়ান্ত ক্ষোভ চলছে। বারবার বৈঠকের পরেও কর্ণাটকে প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি গেরুয়া শিবির।