দিল্লি, ১৭ এপ্রিল: আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তার ভাই আশরফকে লক্ষ্য করে যারা গুলি চালায় সেই ৩ জনকে প্রয়াগরাজের নৈনি জেল থেকে প্রতাপগড়ের সেন্ট্রাল জেলে নিয়ে আসা হল। নিরাপত্তার কারণেই অরুণ মৌর্য, সানি পুরানে এবং লভলেশ তিওয়ারিকে প্রতাপগড়ের সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। প্রসঙ্গত আতিক আহমেদের ৩ খুনিকে রবিবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, প্রতাপগড়ের সেন্ট্রাল জেলে অন্য বন্দিদের থেকে পৃথক রাখা হচ্ছে অরুণ, সানি এবং লভলেশকে। পাশাপাশি ওই ৩ জনের উপর জেল কর্তৃপক্ষ কড়া নজর রাখছে বলে জানা যায়। গ্যাংস্টটার আতিক আহমেদকে খুন করে অপরাধ জগতে নিজেদের নাম স্থাপন করতেই অরুণ, লভলেশ এবং সানি এই কাজ করেছে বলে পুলিশি জেরায় স্বীকার করে।