Pic Credit IANS

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর: নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রেখে কর্ণাটকে মহিলাদের বাসযাত্রা সম্পূর্ণ বিনামূল্যে করেছে কংগ্রেস সরকার। ভোটে জেতার পর চলতি বছর ১১ জুন থেকে কর্ণাটকে সরকারী বাসে মহিলা যাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে সফরের ব্যবস্থা কার্যকর করেছে সিদ্দারামাইয়ার সরকার। দক্ষিণের এই রাজ্যে প্রায় ৫০ লক্ষ মহিলা যাত্রী এখন রোজ সরকারী বাসে সফর করছেন বলে খবর। কিন্তু কথায় বলে না কারও পৌষমাস, অন্য কারও সর্বনাশ।

প্রবাদ মিলিয়ে সরকারী বাসে বিনামূল্যে সফরের সুযোগ পেয়ে মহিলা যাত্রীরা যতটা খুশি, ততটাই চোখে জল বেসরকারী বাস, ট্যাক্সি, অটো-রিক্সা চালকদের।

দেখুন টুইট

সরকারী বাস বিনামূল্যে সফর করার সুযোগ পাওয়া রাজ্যের মহিলারা আর বেসরকারী বাসে উঠছেন না। এমনকি ক্যাব, ট্যাক্সি, অটোতেও তারা চড়ছেন না। ফলে বড় ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। এরই প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর কর্ণাটক জুড়ে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের ৩২টি গণপরিবহণ সংস্থা। ধর্মঘটে যাওয়া সংস্থাগুলির মধ্যে আছে বেসরকারী বাসের মালিক, ক্যাব, অটো, ব্যাস, স্কুল বাস চালক অ্যাসোসিয়েশন। ধর্মঘটের কথা কানে যেতেই প্রতিবাদীদের সঙ্গে কথা হবে বলে জানালেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।