Dead snakelet found in hostel's breakfast (IANS)

ইয়াদগির, ১৮ নভেম্বর: খাবারে মরা সাপ (Dead Snakelet), আর সেই খাবার খেয়ে অসুস্থ আবাসিক স্কুলের ৫৬ জন পড়ুয়া। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) ইয়াদগির (Yadgir district) জেলার আবেতুমকুর গ্রামের বিশ্বরাধ্য বিদ্যাবর্ধক আবাসিক স্কুলে।

পুলিশ জানিয়েছে, আজ সকালে পড়ুয়াদের 'উপমা' খেতে দেওয়া হয়। সেই খাবারর পাত্রে মৃত সাপ পাওয়া যায়। খানিক পর একে একে ৫৬ জন অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর হোস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ পড়ুয়াদের দ্রুত মদনালের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আরও পড়ুন: Jammu And Kashmir: জম্মু কাশ্মীরে হায়দরপোরা এনকাউন্টার নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ লেফটেন্যান্ট গভর্নরের

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জানিয়েছে, অষ্টম ও নবম শ্রেণির সব পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াদগিরের পুলিশ সুপার ভেদমূর্তি অসুস্থ ছাত্রদের দেখতে হাসপাতালে যান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।