Congress, BJP Flag Merge (Photo Credit: File Photo)

বিজেপি টিকিট না দেওয়ার ক্ষোভে দলত্যাগ করেছিলেন। কর্ণাটকের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা এক সময় দক্ষিণ ভারতে বিজেপির বড় ভরসার লক্ষ্মণ সাভাদি গতকাল, শুক্রবার যোগ দেন কংগ্রেসে। আর সেই সাভাদিকে তাদের তৃতীয় দফার প্রার্থী তালিকায় রাখল কংগ্রেস। বেলগাভি জেলার আথানি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করল বিজেপি ছেড়ে আসা হেভিওয়েট নেতা লক্ষ্মণ সাভাদিকে। আজ, শনিবার কংগ্রেস তৃতীয় দফায় যে ৪৩টি কেন্দ্রের প্রার্থী তালিকায় প্রকাশ করল তাতে সবচেয়ে বড় চমক সাভাদিই। সাভাদির বিরুদ্ধে বিজেপি প্রার্থী মহেশ কুমাথাল্লি এখানে তিনবারের জয়ী বিধায়ক।

কংগ্রেসের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিদ্দারামাইয়া-কে কোলার কেন্দ্র থেকে দাঁড় করালো না দল। মাইসুরুর ভরুনা থেকে লড়ছেন সিদ্দারামাইয়া, কিন্তু তিনি আরও একটি আসন থেকে লড়তে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাঁকে সেই সুযোগ দিল না।

প্রথম দু দফায় কর্ণাটকে কংগ্রেস মোট ১৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। আর তৃতীয় দফা নিয়ে এবার মোট ২০৯টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে ফেলল হাত শিবির। যেখানে কর্ণাটকে মোট ২২৪টি আসন রয়েছে। বিজেপি এখনও পর্যন্ত ২১২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আরও পড়ুন-কনটেন্ট ফাঁসের অভিযোগ, ৪০ টি স্ট্রিমিং ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

কর্ণাটকে মূলত ত্রিমুখি লড়াই। বিজেপি ও কংগ্রেসের সঙ্গে রাজ্যের ফলাফলে বড় ভূমিকা নেবে এইচডি দেবেগৌড়ার জেডি (এস)। এবার কর্ণাটকে লড়ছে আম আদমি পার্টিও। সঙ্গে ৪০টি আসনে প্রার্থী দিচ্ছে শরদ পওয়ারের এনসিপি। তবে আপ, এনসিপি-র ভাল ফলের সম্ভাবনা কম। তার চেয়ে অনেক বড় ভূমিকা নেবে বিজেপি, কংগ্রেসের হয়ে টিকিট না পেয়ে নির্দলের হয়ে দাঁড়ানো প্রার্থীরা। কর্ণাটকে আগামী ১০ মে এক দফায় হবে বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ ১৩ মে।