মান্ড্য, ৩ ফেব্রুয়ারিঃ স্কুলের শৌচালয়ে সহপাঠীর কাছে যৌন হেনস্থার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কর্ণাটকের (Karnataka) মান্ড্য জেলায় আট বছর বয়সী এক শিশুকন্যা তারই সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছে। গত ৩১ জানুয়ারি, স্কুলের শৌচালয়ে এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা শিশুর মা। ঘটনার দুদিন পর রবিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
নির্যাতিতা শিশুর মায়ের অভিযোগ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা জানান, সরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে স্কুলের শৌচালয়ে নিয়ে গিয়ে ওই স্কুলেরই দুই পড়ুয়া যৌন হেনস্থা করেছে। তাকে পোশাক খুলতে বাধ্য করে তারা, এরপর লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকি তার গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ। স্কুলের ওই দুই পড়ুয়াকে সনাক্ত করেছে একরত্তি শিশু। সে জানিয়েছে, দুই পড়ুয়ার মধ্যে একজন তারই সহপাঠী আর অপরজন উঁচু ক্লাসের।
নির্যাতিতা শিশু এও জানিয়েছে, হেনস্থার ঘটনা সে যেন কাউক না বলে সেই হুমকিও অভিযুক্তরা তাকে দিয়েছিল। কিন্তু পরে সে তার মাকে সবটা জানিয়ে দেয়। এরপরেই মেয়েকে নিয়ে থানার দারস্ত হন মহিলা।
মান্ড্য পুলিশ সুপার জানান, নির্যাতিতা শিশুর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনে (পকসো) মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ক্রম নির্ধারণ এবং তথ্য যাচাইয়ের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে, পুলিশ স্কুল প্রাঙ্গণের সিসিটিভি (CCTV) ফুটেজও খতিয়ে দেখছে। যদিও মেডিকেল পরীক্ষার রিপোর্টে শিশুটির গোপনাঙ্গে এমন কোনও আঘাতের প্রমাণ পাওয়া যায়নি বলে জানাচ্ছে পুলিশ।