প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ কলেজের শৌচালয়ে (Toilet) সন্তানের জন্ম দিল ১৭ বছরের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) কলার জেলার (Kolar District) একটি বেসরকারি প্রাক বিশ্ববিদ্যালয় (Pre University)কলেজে (College)। এক পুলিশ অফিসার জানান, একাদশ শ্রেণীর এক ছাত্রী শৌচালয়ে সন্তানের জন্ম দিয়েছে। সদ্যজাত শিশু (New Born) এবং ওই নাবালিকাকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। এরপর মেয়েটির পরিবার, কলার মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে। একজন পুলিশ আধিকারিক বলেন, "একটি ছেলের সঙ্গে তার ২ বছরের সম্পর্ক ছিল তার। এরপর গর্ভবতী হন নাবালিকা। কিন্তু বাড়ির লোক কী করে ১০ মাসে ব্যাপারটি টেড় পাননি তা জানি না।" তিনি আরও বলেন, "মানসিকভাবে একটু ভেঙে পড়েছেন নাবালিকা। একজন মহিলা মনোবিদ তার খেয়াল রাখছেন। মানসিক অবস্থা একটু স্থিতিশীল হলে আমরা তার সঙ্গে কথা বলব।" ইতিমধ্যেই পকসো আইনের ৬ ধারা (উত্তেজক অনুপ্রবেশমূলক যৌন নিপীড়ন) এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(এন) (একই মহিলাকে বারবার ধর্ষণ) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে কলার মহিলা পুলিশ।

এই খবরটিও পড়ুনঃ আশ্রমের খাবার খেয়ে মৃত্যু ৫ বিশেষভাবে সক্ষম কিশোরের, অসুস্থ ৩০