প্রতীকী ছবি (Photo Credit:X)

নয়াদিল্লিঃ ইন্দোরে (Indore) ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অনাথ আশ্রমের (Orphanage) খাবার খেয়ে মৃত্যু হয়েছে পাঁচ বিশেষভাবে সক্ষম ( specially-abled boys) কিশোরের। তাদের বয়স ৫ থেকে ১৫ বছর। ঘটনাটি ঘটেছে ইন্দোরের 'শ্রী যুগপুরুষ ধাম অনাথ আশ্রমে'। মৃতদের মধ্যে চারজনেরই পেটের সমস্যার কারণে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পেটের নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩০ জন। জানা গিয়েছে, রবিবার আশ্রমের খাবার খাওয়ার পর থেকেই নানা সমস্যা দেখা দিতে শুরু করে। অসুস্থ হ্যে পড়েন আশ্রমের ছেলেরা। কাঠগড়ায় আশ্রম কর্তৃপক্ষ। ঘটনার পর, স্থানীয় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ওম নারায়ণ বাডকুলকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। তার কারণ হল ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, অনাথ আশ্রমের প্রধান অনিতা শর্মার সঙ্গে দাঁড়িয়ে হাসছেন তিনি, আর পাশে পড়ে রয়েছে এক কিশোরের মৃতদেহ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সংবাদ সংস্থা এএনআইকে বলেন "মঙ্গলবার সকালে, আমরা তথ্য পেয়েছি যে এখানে শ্রী যুগপুরুষ ধাম আশ্রমে কিছু শিশু মারা গিয়েছে এবং কয়েকজন বমি ও ডায়রিয়ার সমস্যায় ভুগছে। অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।" তিনি আরও জানান, এই গোটা বিষয়টির তদন্ত চলছে এবং পৌর কর্পোরেশনের একটি চিকিৎসক দল সহ, খাদ্য নিরাপত্তা বিভাগের একটি দলকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। খাদ্য নিরাপত্তা বিভাগ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। খাবার থেকে বিষক্রিয়া কিনা তা পরীক্ষা করে দেখা হবে।