Bajrang Dal activist in Karnataka (Photo Credit:ANI/Twitter)

বেঙ্গালুরু, ২১ ফেব্রুয়ারি:  রবিবার রাতে কর্ণাটকের (Karnataka) শিবমোগায় খুন হন বজরং দলের (Bajrang Dal) এক সক্রিয় কর্মী। বছর ২৩-এর হর্ষের খুনের পর ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে দক্ষিণী রাজ্যের এই অঞ্চল। শিবমোগায় বজরং দলের কর্মী খুনের পর যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে, তার জন্য সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানান সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। বজরং দলের কর্মীর মরদেহ ময়নাতদন্তের পর তাঁর বাড়ির দিকে নিয়ে রওনা দেয় পুলিশ (Police) । পুলিশের গাড়ির সঙ্গে যোগ দেন হিন্দুত্ববাদী সংগঠনের বহু কর্মী। ওই ঘটনায় যাতে কোনওভাবে উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক পুলিশ। দেখুন ছবি...

 

যদিও কর্ণাটকের স্বরাষ্টেরমন্ত্রী জানান, হিজাব বিতর্কের সঙ্গে শিবমোগায় বজরং দলের কর্মী খুনের কোনও যোগ নেই। বিষয়টি নজরে রাখা হয়েছে। তদন্ত চলছে। রবিবার রাত সাড়ে নটা নাগাদ বজরং দলের ওই কর্মীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে তল্লাশি শুরু হয়েছে। শিগগিরই দুষ্কৃতীকে পাকড়াও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কর্ণাটক সরকারের তরফে।

আরও পড়ুন:  Karnataka: হিজাব বিতর্কের মাঝে খুন বজরং দলের কর্মী, ফের বিতর্কে উত্তপ্ত কর্ণাটক

সম্প্রতি হিজাব বিতর্কের জেরে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে কর্ণাটকের উদুপির পি ইউ কলেজ। যা নিয়ে এই মুহূর্তে কর্ণাটক হাইকোর্টে চলছে মামলা।