Karnataka: রাজ্য সরকারের সমালোচনা করায় চাকরি থেকে বরখাস্ত স্কুল শিক্ষক, রিপোর্ট
Siddaramaiah (Photo Credit: Instagram)

বেঙ্গলুরু, ২২ মে: রাজ্য সরকারের সমালোচনা  করায় বরখাস্ত করা হল স্কুল শিক্ষককে। এবার এমনই ঘটনার সাক্ষী কর্ণাটক। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, নব নির্বাচিত সিদ্দারামাইয়া সরকারের সমালোচনা করায়, কর্ণাটকের চিত্রদূর্গের এক স্কুলের শিক্ষককে বরখাস্ত করা হয়। রবিবার এই ঘটনার জেরে দক্ষিণের রাজ্যে চাঞ্চল্য ছড়ায়। সান্তামূর্তি নামে চিত্রদূর্গের সরকারি স্কুলের শিক্ষক সিদ্দারামাইয়ার সমালোচনা করেন নিজের ফেসবুক হ্যান্ডেলে। যা প্রকাশ্যে আসতেই  ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ।

সম্প্রতি কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয়ী হয় কংগ্রেস। হাত শিবিরের জয়ের পর দক্ষিণের এই রাজ্যে কে ক্ষমতায় বসবে, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার না সিদ্দারামাইয়া, মুখ্যমন্ত্রীর আসনে কে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়।

অবশেষে কংগ্রেসের হাইকমান্ডের নির্দশে কর্ণাটকে মুখ্যমন্ত্রীর আসনে বসেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হন ডি কে শিবকুমার।