দয়াশংকর অগ্নিহোত্রী (Photo Credits: ANI)

কানপুর, ৫ জুলাই: উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) ডিএসপি সহ ৮ পুলিশকর্মীর খুনে গ্রেফতার মূল অভিযুক্ত বিকাশ দুবের (Vikas Dubey) ঘনিষ্ঠ সহযোগী। ধৃতের দাবি ঘিরে আরও স্পষ্ট যোগী রাজ্যে পুলিশ দুষ্কৃতী যোগ। খবর অনুযায়ী, জেরায় ধৃতের দাবি পুলিশ আসার আগে থানা থেকে ফোন আসে বিকাশ দুবের কাছে। এরপর বিকাশ ২৫-৩০ জনকে ফোন করে এমনটাই দাবি। পাঁচটি খুনের অভিযোগ সহ ৭১ টি মামলা থাকা সত্বেও জেলার প্রথম ১০ অপরাধীর মধ্যে নাম ছিল না বিকাশ দুবের।

ডন বিকাশ দুবেকে ধরতে গিয়ে উত্তরপ্রদেশে প্রাণ খুইয়েছেন ৮ জন পুলিশকর্মী। সেই সূত্রেই পুলিশ দয়াশংকর অগ্নিহোত্রী নামে ডন বিকাশের এক শাগরেদকে গ্রেফতার করা হয়। তাঁর সূত্রেই পুলিশ জানতে পারে বিকাশকে ধরতে যাওয়ার পুলিশ রেইডের বিষয়ে থানা থেকেই খবর ফাঁস হয়ে যায়। এরপর বিকাশ দুবের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে আটক করা হয় চৌবেপুর থানার স্টেশন ইন চার্জ বিনয় তিওয়ারিকে। পুলিশের সন্দেহ চৌবেপুরের এসএইচও বিকাশের দলকে আগেই সতর্ক করে দেওয়া হয়। এর আগে বিকাশের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে তিওয়ারি। আরও পড়ুন, নির্মলা সীতারমন কাল নাগিনীর মতো, সবচেয়ে খারাপ অর্থমন্ত্রী: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিকাশ দুবেকে ধরতে ২৫টি দল গঠন করে উত্তরপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার রাতে বিকাশ ও তার দলবলের মিলিত হামলায় প্রাণ গিয়েছে ডেপুটি পুলিশ সুপার-সহ আট পুলিশকর্মীর। এখনও অধরা বিকাশ। উত্তরপ্রদেশের কৃষ্ণনগরে বিকরু গ্রামে বিকাশের বাড়ি শনিবার গুঁড়িয়ে দেয় পুলিশ। ৬০টি মামলায় অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করতে বৃহস্পতিবার মাঝরাতে তার গ্রামে যায় পুলিশ। আগেই খবর পেয়ে বিকাশের দলবল বুলডোজার দিয়ে গ্রামের রাস্তা বন্ধ করে রেখেছিল তারা। সেগুলো সরিয়ে পুলিশ গ্রামে ঢুকতেই দু’পাশে বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ করে গুলি ও পাথর ছুড়তে শুরু করে বিকাশের দলবল।