বাঁকুড়া, ৫ জুলাই: অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে কাল নাগিনীর (Kala Nagini) সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। তিনি বলেন, "কাল নাগিনীর কামড়ে মানুষ যেভাবে মারা যায়, তেমনি একইভাবে মানুষ নির্মলা সীতারমনের কারণে মারা যাচ্ছে। তিনি অর্থনীতি ধ্বংস করেছেন। তাঁর লজ্জিত হওয়া উচিত এবং পদ থেকে পদত্যাগ করা উচিত। তিনি হলেন সবচেয়ে খারাপ অর্থমন্ত্রী (Finance Minister)।"
বাঁকুড়ায় একটি সভাতে যোগ দিতে গেছিলেন তৃণমূল সাংসদ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে বিভিন্ন বিষয়ে বিঁধতে থাকেন কল্যাণ। কটাক্ষ করেন দিলীপ ঘোষকেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সাংসদ হওয়ার আগে দিলীপ ঘোষের ২ কামড়ার বাড়ি ছিল। এক বছরেই মধ্যেই ১৬ ঘরের বাড়িতে। কোটি টাকার বাড়ি। প্রোমোটার না কি বিনা পয়সায় থাকতে দিয়েছে। লজ্জা করে না? জন প্রতিনিধি ফ্রিতে থাকবেনই বা কেন? আর ১৮ টা দেহরক্ষী লাগে ওঁর। যাঁদের এত দেহরক্ষী লাগে, দিলীপ ঘোষের মতো নেতাদের শাড়ি পরে রাজনীতি করা উচিত।” আরও পড়ুন: WB: সীমান্তে বাংলাদেশি চোরাকারবারীদের হামলা, জখম ৩ বিএসএফ কর্মী
The way people die due to bite of 'Kala Nagini'
(venomous snake),same way,people are dying due to Nirmala Sitharaman. She has destroyed the economy.She should be ashamed&resign from her post.She is the worst Finance Minister: Kalyan Banerjee,TMC in Bankura y'day pic.twitter.com/SnUgdX55m7
— ANI (@ANI) July 5, 2020
কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন নরেন্দ্র মোদীর ছাতি ৫৬ ইঞ্চি থেকে ২৬ ইঞ্চিতে নেমে গেছে। এটা বাংলার মানুষ জানে।