Swine Flu Hits Supreme Court: সোয়াইন ফ্লু-তে আক্রান্ত সুপ্রিম কোর্টের ৬ বিচারপতি, আদালতের কাজে প্রভাব পড়বে জানালেন জাস্টিস চন্দ্রচূড়
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: সোয়াইন ফ্লু-র ভাইরাস এইচ ওয়ান এন ওয়ানের ধাক্কায় এবার কাবু সুপ্রিম কোর্ট (Swine Flu Hits Supreme Court)। জানা গিয়েছে সুপ্রিম কোর্টের ছয় জন বিচারপতি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। তাঁদের জরুরি ভিত্তিতে টীকা করণের জন্য অন্যান্য বিচারপতিরা বৈঠকে বসতে চলেছেন। বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। দেশের শীর্য আদালতের বিচারপতিদের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে এনেছেন বিতারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একসঙ্গে ছয় জন বিচারপতি অসু্স্থতার কারণে ছুটিতে চলে যাওয়ায় সুপ্রিম কোর্টের কাজে যে কিছুটা ভাঁটা পড়বে তা বেশ বোঝা যাচ্ছে।

উল্লেখ্য, সোয়াইন ফ্লুর জীবাণু এইচ ওয়ান এন ওয়ান খুবই মারত্মকভাবে ছড়ায়। এর সংক্রমণের তীব্রতা দ্রুত, খুব তাড়াতাড়ি আক্রান্তের পরিজনরাও সংক্রামিত হতে পারেন। এজন্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি এসএ বোবদেকে অনুরোধ করেছেন এই আপতকালীন সময়ে যেন তিনি সঠিক দিক নির্দেশ করেন। কিছুদিন আগেই চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সোয়াইন ফ্লুর সন্ধান মেলে। সেখানে লাখেরও বেশি মুরগী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় দেশের লক্ষাধিক পোল্ট্রি ফার্মে তালা পড়েছে। ফার্মের মুরগী গুলির স্বাস্থ্য পরীক্ষা করতে বিশেষ চিকিৎসকদের একটি দল দিনরাত কাজ করছেন। আক্রান্ত মুরগীগুলিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন-Delhi Violence: আজও উত্তপ্ত দিল্লির মৌজপুর ও ব্রহ্মপুরী, বড় অশান্তির আশঙ্কায় বন্ধ ৫টি মেট্রো স্টেশন

অন্যদিকে করোনাভাইরাসের গ্রাসে গোটা বিশ্ব বিপর্যস্ত। চিনের মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইরান, ইরাক, ওমান, পাকিস্তান, ইতালি-সহ ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাবল্য বর্তমান। এর মাঝে দিল্লিতে বিচারপতিদের সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে।