আর কিছুক্ষনের অপেক্ষা চাঁদের মাটিতে অবতরন করবে চন্দ্রযান। সারা দেশ এবং বিশ্ব যখন ভারতের চন্দ্রাভিযানের ওপর নজর রেখছে ঠিক সেইসময় নিজের ইন্সটাগ্রাম থেকে ভারতের জাতীয় পতাকার ছবি শেয়ার করলেন রেসলিং স্টার জন সিনা। তবে ছবি শেয়ার করলেও তাতে কোন ক্যাপশন দেননি। যে কারণে নেটিজেনদের অনেকেই ধন্দে পড়ে যান।
ঠিক কি কারণে ছবি পোস্ট করলেন তিনি এই প্রশ্নের উত্তরও অনেককেই দিতে দেখা যায়। তবে বেশিরবাগ নেটিজেনই চন্দ্রায়ন ৩ উপলক্ষ্যে যে এই পতাকা ছবি পোস্ট করেছেন কমেন সেকশনে জানান তারা।যদিও রেসলারের এই কীর্তিতে খুশি নেটিজেনরা। ১৭ বছর পর আবার ভারতে আসছেন জন সিনা।হয়দরাবাদে সেপ্টেমবরের ৮ তারিখে একটি রেসলিং অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
বুধবার সন্ধ্যে ৬ টা বেজে ০৪ মিনিটে চাঁদের মাটিতে ল্যান্ড করবে চন্দ্রযান। তার আগে বিভিন্ন প্রান্ত শুরু হয়েছে প্রার্থনা।দেশ সহ গোটা বিশ্বের নজর রয়েছে এই চন্দ্রযানের অবতরনের ওপর।
Ahead of #Chandrayaan3 landing, #JohnCena posts a picture of Indian flag
Read: https://t.co/OWqenB57V8#Chandrayaan3Landing pic.twitter.com/9flrXedMyV
— IANS (@ians_india) August 23, 2023