বিরোধীদের 'ইন্ডিয়া' জোটে থাকার কথা বললেও কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতায় যাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, রবিবার ব্রিগেডের জনসভা থেকে বাংলার ৪২টি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। মমতার এই সিদ্ধান্তকে ইন্ডিয়া জোটের অন্য দলের নেতারা যে ভালভাবে নেননি তা পরিষ্কার হল জম্মু-কাশ্মীর ন্যাশানল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লা-র কথাতেই।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবুদল্লা বললেন," আমরা কিন্তু কংগ্রেস ও ইন্ডিয়া-র অন্য দলগুলির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে যথেষ্ট নমনীয়। আমরা যদি এই বিষয়ে নমনীয় না হতাম, তা হলে কিন্তু মমতা ব্যানার্জি-র মত সব কটা আসনে প্রার্থী ঘোষণা করে দিতে পারতাম। মমতা কংগ্রেসকে বাংলায় যে আসনে ওরা জিতেছিল, সেটাও ছাড়েননি। কিন্তু আমরা কংগ্রেসকে ৫০ শতাংশ আসন ছাড়ছি। আমরা ইতিমধ্যেই নিজেদের স্বার্থের কথা না ভেবে কংগ্রেসকে ৩টি আসন ছাড়তে রাজি হয়েছি।"
দেখুন ভিডিয়ো
#WATCH | JKNC Vice President Omar Abdullah says, "We are not rigid, if we were rigid then we would have declared our candidates on all 6 seats like Mamata Banerjee..We are not fielding our candidates on 50% of the seats...In West Bengal, Mamata Banerjee did not leave for Congress… pic.twitter.com/NIpUOrIxUO
— ANI (@ANI) March 11, 2024
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর ও লাদাখ মিলিয়ে মোট ৬টি লোকসভা আসন আছে। তার মধ্যে জম্মু-তে বিজেপি শক্তিশালী, কাশ্মীরে বিরোধীরা, লাদাখে লড়াই ৫০:৫০। কংগ্রেস চাইছে ৩টি ভাল আসনে লড়তে।