১৯ সপ্তাহের গর্ভবতী নাবালিকা মেয়ের গর্ভপাতের অনুমতি দিল জম্মু কাশ্মীর এবং লাদাখের হাই কোর্ট। মেডিকেল বোর্ডের পরামর্শের ভিত্তিতে হাই রিস্ক থাকার কারনেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। একটি ধর্ষনের ঘটনায় ১৯ সপ্তাহের গর্ভবতী হওয়া নাবালিকা মেয়েকে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি উত্তর কাশ্মীরের পুলিশ স্টেশনে দায়ের হয়েছে অভিযোগ।
এবিষয়ে গর্ভপাতের প্রয়োজন আছে কি নেই সেই বিষয়ে মতামতের জন্য শ্রী নগরের এল ডি হাসপাতালের মেডিকেল বোর্ডকে নির্দেশ দেন বিচারক জাভেদ ইকবাল ওয়ানি। সেই আদেশের ভিত্তিতে মঙ্গলবার বিচারকের কাছে রিপোর্ট জমা পড়ে। যেখানে টিনএজ প্রেগন্যান্সি হওয়ার কারনে হাই রিস্ক বলে মান্যতা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই নাবালিকাকে পরীক্ষা করে বিশেষজ্ঞ মারফত তার গর্ভপাতের অনুমতি দেওয়া হয় আদালতের তরফে।
এক্ষেত্রে পরীক্ষার আগে ভ্রনের ডিএনএ স্যাম্পেল সংরক্ষন করে রাখা হবে।এবং নাবালিকার চিকিতসার খরচ সম্পূর্ণ বহন করবে অভিযুক্ত পক্ষ।
J&K&L High Court Allows Minor Rape Victim To Undergo Medical Termination Of 19-Week Pregnancy After Her Father Gives 'High Risk Consent' https://t.co/fZhraS0t1P
— Live Law (@LiveLawIndia) February 22, 2023