উদ্ধার করা অস্ত্রসস্ত্র

জম্মু, ২৯ মার্চ : হোলির (Holi) সকালে উদ্ধার করা হল বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র। এ কে ৪৭ থেকে শুরু করে বিস্ফোরক, জম্মু কাশ্মীরের (J&K) কুপওয়ারা জেলা থেকে সেনাবাহিনী উদ্ধার করে বিপুল অস্ত্র।

কুপওয়ার বেশ কয়েকটি জায়গায় জঙ্গি এবং বিক্ষোভকারীরা অস্ত্র এবং বিস্ফোরক মজুদ করছিল বলে খবর পাওয়া যায়। সেই অনুযায়ী, রবিবার রাত থেকেই তল্লাশি শুরু করে সেনা বাহিনী (Indian Army)। সোমবার উদ্ধার করা হয় একের পর এক অস্ত্র। একে ৪৭-এর পাশাপাশি বেশ কয়েকটি পিস্তলও (Pistols) উদ্ধার করা হয় সোমবার।

আরও পড়ুন : Holi 2021 : অব্যাহত আন্দোলন, বিক্ষোভের মাঝেই কৃষকরা মাতলেন রংয়ের উৎসবে

জানা যাচ্ছে, কুপওয়ারার পাকিস্তান সীমান্তবর্তী ধান্নি গ্রামের বিভিন্ন এলাকা থেকেই অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। পাক সেনা বাহিনীর নজরে থাকা সীমান্তবর্তী ধান্নি গ্রাম থেকে বিস্ফোরক উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।