দিল্লি, ২৯ মার্চ : রংয়ের উৎসবে মেতে উঠলেন কৃষকরা (Farmers' Protest)। ১২৩ দিন ধরে বিক্ষোভের মাঝে রংয়ের উৎসবে মেতে উঠলেন দিল্লি-উত্তরপ্রদেশ সংলগ্ন সীমান্তে গাজিপুরে অবস্থানরত কৃষকরা। রং মেখে, ঢাকঢোলে সুর তুলে উৎসবে মেতে ওঠেন আন্দোলনকারীরা।
বিক্ষোভরত কৃষকরা দাবি করেন, 'সরকার আমাদের দাবি মেনে নিক। কৃষি আইন (Farm Laws) তুলে নেওয়া হোক, তাহলেই আমরা যে যাঁর নিজের বাড়িতে ফিরে যাব। আমরা বিক্ষোভ বন্ধ করে দেব।'
#WATCH | Farmers protesting in Ghazipur at Delhi-Uttar Pradesh border for the last 123 days sing and dance as they celebrate #Holi.
"We demand that the government should accept our demand and take back the three farm laws so that we can go home," says a farmer. pic.twitter.com/6C5RaEUwNv
— ANI (@ANI) March 29, 2021
গত কয়েক মাস ধরে একটানা বিক্ষোভ করছেন কৃষকরা। নয়া কৃষি আইন তুলে নেওয়া হোক বলে দাবি জানান আন্দোলনকারীরা। যা নিয়ে এক সময় জোরদার শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। সাধারণ মানুষের একাংশের পাশাপাশি স্বরা ভাস্কর, তাপসী পান্নুরাও বিক্ষোভে সামিল হন। যা নিয়ে আন্তর্জাতিক মহলেও চর্চা শুরু হয়। আন্তর্জাতিক পপ তারকা রিহানা (Rihanna) থেকে শুরু করে সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ (Greta Thunberg), প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফাও কৃষকদের সমর্থনে ট্যুইট করে সাড়া ফেলে দেন।
আরও পড়ুন : BJP MLA beaten up : কৃষক আন্দোলনের জের, বিজেপি বিধায়ককে মারধরের পর নগ্ন করার অভিযোগ
ভারতের নিজস্ব বিষয় নিয়ে রিহানা, গ্রেটা, মিয়ারা কেন ট্যুইট করে আন্তর্জাতিক বিশ্বের মানুষের নজর ঘোরাতে চাইছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রথম সারির বেশ কয়েকজন তারকা। লতা মঙ্গেশকর থেকে, সচিন তেন্ডুলকর, অক্ষয় কুমাররা ট্যুইট করে রিহানাদের বিরোধিতা করেন।
মার্কিন পপ তারকা রিহানার বিরুদ্ধে তোপ দাগেন বলিউড (Bollywood) অভিনেত্রী কঙ্গনা রানাউতও (Kangana Ranaut)। এমনকী, পরপর রিহানার বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। যা নিয়ে সামাজিক মাধ্যমে জোর জল্পনা শুরু হয়ে যায় এক সময়।