শ্রীনগর, ১৩ মে: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। বৃহস্পতিবার চাদোরা গ্রামে কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটেৃকে হত্যার পর শুক্রবার সকালে ফের এক পুলিশ কনস্টেবল নিহত হন জঙ্গিদের গুলিতে। সেই রেশ কাটতে না কাটতে এবার ফের এনকাউন্টার শুরু হল জম্মু কাশ্মীরের আরাগামে। যার আরাগামে একাউন্টার শুরুর পর সেখানে ২ জঙ্গিকে খতম করা হয় বলে খবর। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।
#UPDATE | One more terrorist was neutralized during the encounter which broke out at the Brar (Aragam) area of Bandipora. Operation in progress. Further details shall follow: J&K Police
— ANI (@ANI) May 13, 2022
প্রসঙ্গত কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটকে হত্যার পর প্রশ্ন তোলেন তাঁর স্ত্রী মানাক্ষী ভাট। রাহুল ভাটের স্ত্রী বলেন, পুলিশ যদি চেষ্টা করত, তাহলে কি জঙ্গিকে পাকড়াও করা যেত না? ওই ঘটনার পর আজ কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, এক শিক্ষক এবং পুলিশ কনস্টেবলকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। জঙ্গিযোগের অভিযোগে ওই ৩ জনকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ওই ঘটনার পর ফের আরাগামে সেনা, জঙ্গি গুলির লড়াই শুরু হয়। যার জেরে ২ জঙ্গিকে খতম করা হয় বলে খবর।